• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ডিসেম্বরে বঙ্গসফরে মোদী, জনসভা ও পাঁচ রথযাত্রার পরিকল্পনা

১ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন। সেই সময়ের মধ্যেই কোনও শনিবার বা রবিবার বাংলায় প্রথম সভা করতে পারেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গের ভোট এখনও ঘোষিত নয়। কিন্তু তার আগেই রাজ্যে রাজনৈতিক আবহ ক্রমশই তপ্তহতে চলেছে। ডিসেম্বর থেকে কার্যত নির্বাচনী মোডে ঢুকতে চলেছে বিজেপি। দলীয় মহল জানাচ্ছে, শীতের শুরুতেই বাংলায় একের পর এক জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ফের মাঠে নামছে বিজেপির পুরোনো অস্ত্র— রথযাত্রা। রাজ্যের পাঁচ সাংগঠনিক অঞ্চলে পাঁচটি পৃথক রথ নামানোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।

১ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন। সেই সময়ের মধ্যেই কোনও শনিবার বা রবিবার বাংলায় প্রথম সভা করতে পারেন প্রধানমন্ত্রী। বিজেপির দাবি, ভোট ঘোষণার আগে পর্যন্ত অন্তত ১৪–১৫টি জনসভা করবেন মোদী। দলের এক রাজ্য নেতার কথায়, “টার্গেট হচ্ছে শুধু ‘জেতা’ কেন্দ্র নয়, যেখানে সামান্য বাড়তি উৎসাহে ফল বদলাতে পারে সেইসব আসনও।” প্রতিটি জনসভাকে ঘিরে ৪–৫টি বিধানসভা আসনকে লক্ষ্য করা হবে।

Advertisement

গত কয়েক মাসে আলিপুরদুয়ার, দুর্গাপুর ও দমদমে সভা করেছেন মোদী। রানাঘাটে একটি সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়েছিল। নতুন জনসভা-পর্ব রানাঘাট বা তার আশপাশ থেকেই শুরু হতে পারে বলে জল্পনা বাড়ছে বিজেপির অন্দরে। তবে দিন-তারিখ এখনও নির্দিষ্ট হয়নি।

Advertisement

পাঁচ অঞ্চল থেকে বিজেপি বের করবে রথযাত্রা, এরকম খবর পাওয়া গিয়েছে। রথযাত্রার দিনক্ষণ চূড়ান্ত করতে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শীঘ্রই বৈঠকে বসবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেখানেই ঠিক হবে রুটম্যাপ ও সময়সূচি। বিজেপির পাঁচ সাংগঠনিক অঞ্চল হল– উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, নবদ্বীপ, কলকাতা, হাওড়া-হুগলি-মেদিনীপুর।এই পাঁচ এলাকা থেকেই রওনা হবে পাঁচটি পৃথক রথ।

প্রত্যেক রথের উদ্বোধনে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সূত্রের দাবি, ২০২১ সালের আদলে হলেও এবারের রথ আরও ‘মডুলার’, আরও আধুনিক এবং বাস-আকৃতির সুবিধাসম্পন্ন হবে। তবে রথযাত্রা নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি বিজেপি। দিল্লির বৈঠকের পরেই জানা যাবে চূড়ান্ত তারিখ ও পথসূচি। তবে দলীয় শিবিরে জোর আন্দাজ— যে কোনও মুহূর্তেই প্রচারে বড় ধরনের ঘোষণা আসতে পারে।

Advertisement