• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গান্ধী ‘শয়তান’, ফের বিতর্কিত পোস্ট তথাগতর

মহাত্মা গান্ধীকে 'শয়তান' বলে উল্লেখ করেন এই বিজেপি নেতা তথা ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল

তথাগত রায় (File Photo: IANS)

 ফের বিতর্কে জড়ালেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। ফের হিন্দু মুসলিম নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে মহাত্মা গান্ধীকে ‘শয়তান’ বলে উল্লেখ করেন এই বিজেপি নেতা তথা ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল। পোস্টে প্রশংসা করেন বিনায়ক দামোদর সাভারকারের। রবিবার এই পোস্টকে কেন্দ্র করে সমাজমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। অনেকে পোস্টটিকে সমর্থন করলেও অনেকেই এই বিজেপি নেতার সমালোচনা করেছেন।
তথাগত রায় লিখেছেন, ‘যে কোনও উপায়েই হোক, সাভারকার মুক্ত হয়েছিলেন বলে আজকে আমরা হিন্দুরা মাথা উঁচু করে বেঁচে আছি। না হলে শয়তান মোহনদাস গান্ধী আমাদের সকলকে মুসলিমদের ক্রীতদাস বানিয়ে দিত। গান্ধী তো জিন্নাকে অবিভক্ত ভারতের প্রধানমন্ত্রী করতে চাইছিল! আজকের ভারতে যে বিকৃত ‘সেকুলারবাদ’ মুসলিম উগ্রপন্থাকে প্রশ্রয় দিয়েছে তার দায়িত্ব তো গান্ধী-নেহরুর! সাভারকারের হিন্দু মহাসভা ভোট পেত না, কিন্তু হিন্দুদের চিন্তাধারাকে প্রভাবিত করেছিল। সেই হিন্দু মহাসভা রাজনীতির অমোঘ গতিতে ভারতীয় জনসংঘের জন্ম দিয়েছিল যার থেকে জন্ম নিল ভারতীয় জনতা পার্টি। বাকিটা ইতিহাস।’
এই পোস্টে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এবং মুসলিমদের আক্রমণ করতে গিয়ে ভারতের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তথাগত। আক্রমণ করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। এই আবহে রাজনীতিতে ভেসে থাকতে তথাগত এরকম পোস্ট করছেন বলে ধারণা রাজনৈতিক মহলের।

Advertisement

Advertisement