বুথ লেভেল অফিসারকে (বিএলও) খুনের হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি-১ ব্লকে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ওই তৃণমূল কর্মী বহিস্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ।
সন্দেশখালি-১ ব্লকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজে দীপক মাহাতো নামে এক বিএলও–কে নিয়োগ করা হয়েছে। অন্যান্য বিএলও–দের মতো তিনিও বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করে তা পূরণের পর সংগ্রহের কাজ করছেন। এরপর নির্বাচন কমিশনের সাইটে তথ্য আপলোডও করছেন। দীপকের অভিযোগ, এই কাজে বার বার বাধা দিচ্ছিলেন স্থানীয় তৃণমূল কর্মী জামিরুল ইসলাম মোল্লা। এনুমারেশন ফর্ম বিভিন্নভাবে বিকৃত করার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছিল।
এলাকার বেশ কয়েকটি বাড়িতে যেতেও দীপককে বাধা দেন জামিরুল। কথা না শুনলে দীপককে প্রাণে মেরে ফেলা, বাড়ি ঘর ভেঙে দেওয়ারও হুমকি দেন অভিযুক্ত। ফোন করেও হুমকি দেওয়া হয়। এই নিয়ে প্রথমে বিডিও–র দ্বারস্থ হয়েছিলেন দীপক। বিডিও–র কাছে মৌখিকভাবে অভিযোগ জানান তিনি। পরে জামিরুলের বিরুদ্ধে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দীপক। সেই অভিযোগের ভিত্তিতে জামিরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএলও দীপক মাহাতো জানিয়েছেন, তিনি তাঁর বুথ থেকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। তাতেই জামিরুল রেগে যান। সম্প্রতি একটি অডিও ভাইরাল হয়েছে। সেখানে জামিরুলকে হুমকি দিতে শোনা গিয়েছে। (যদিও অডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান)। এই নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছেন দীপক। সেখান থেকে তাঁকে থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শ মেনে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এরপরই অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
Advertisement