• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

অস্ট্রেলিয়া ও কানাডার সঙ্গে নতুন ‘পার্টনারশিপ’-এর ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তিন মহাদেশ, তিন মহাসাগর জুড়ে কার্যকর হবে এই পার্টনারশিপ

দক্ষিণ আফ্রিকায় চলছে জি-২০ সম্মেলন। সম্মেলেনের ফাঁকে অস্ট্রেলিয়া ও কানাডার প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক শেষে প্রযুক্তি ও গবেষণার এক নতুন পার্টনারশিপের কথা ঘোষণা করেন তিনি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। এরপর সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী একটি পোস্ট করে অস্ট্রেলিয়া-কানাডা-ভারতের ত্রিপাক্ষিক পার্টনারশিপের কথা উল্লেখ করেন। তিনি লেখেন, ‘তিন মহাদেশ, তিন মহাসাগর জুড়ে কার্যকর হবে এই পার্টনারশিপ।‘ নতুন প্রজন্মের জন্য উন্নততর ভবিষ্যৎ তৈরি করাই লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী।

Advertisement

শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসেরও দেখা হয়। সামাজিক মাধ্যমে একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘জোহানেসবার্গে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করার এক দুর্দান্ত অভিজ্ঞতা হল। এই বছর ভারত ও ইউকে-র পার্টনারশিপে এক নতুন দিক খুলে গিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাবে সেই পার্টনারশিপ।‘

Advertisement

রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সে নিয়ে মোদী লিখেছেন, ‘বাণিজ্য ও সংস্কৃতি নিয়ে ভারত ও ব্রাজিল একযোগে কাজ করছে। এতে দুই দেশের মানুষই উপকৃত হবে।‘ ব্রাজিল ছাড়াও  মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ফরাসির রাষ্ট্রপতি ম্যাক্রোঁর সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী। ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ নিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ভারত ও ফ্রান্সের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্বে একটি শক্তি হিসেবে কাজ করে।‘

 

Advertisement