দীর্ঘ অদর্শনের সমাপ্তি। পাঁচ মাস বাদে ফের দেখা। নিজেদের মধ্যে হাসি বিনিময় এবং কিছু কথা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মুখোমুখি হলেন জোহানেসবার্গে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলছে জি-২০ সম্মেলন। সেই সম্মেলনের ফাঁকেই মুখোমুখি হলেন তাঁরা। মোদী এবং মেলোনি নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও বলেন। এর আগে জুন মাসে কানাডায় জি-৭ বৈঠকে দেখা হয়েছিল তাঁদের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মেলোনির সম্পর্ক রাজনৈতিক মহলে সুবিদিত। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সেলফিতে একাধিকবার দেখা গিয়েছে মোদীকে। তাঁদের এই ফ্রেম সোশাল মিডিয়ায় #Melodi নামে জনপ্রিয়। মোদীর সঙ্গে সেলফি তুলে মেলোনি নিজেই একবার লিখেছিলেন, ‘হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম’।
Advertisement
উল্লেখ্য, মেলোনির স্মৃতিকথায় ভারতীয় সংস্করণে ভূমিকা লিখে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। বইয়ের ভূমিকা প্রসঙ্গে মোদী বলেছিলেন, মেলোনির প্রতি তাঁর ‘শ্রদ্ধা, প্রশংসা এবং বন্ধুত্বের’ উপরে ভিত্তি করেই তা লিখেছেন। মেলোনিকে ‘একজন দেশপ্রেমিক এবং সমসাময়িক অসাধারণ নেতা’ বলেও উল্লেখ করছিলেন মোদী।
Advertisement
এবছর মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক্স হ্যান্ডেলে মেলোনি লিখেছিলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীকে ৭৫তম জন্মদিনের অনেক শুভেচ্ছা। তাঁর শক্তি, সংকল্প এবং কোটি কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমাদের সকলের অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য কামনা করি। আশা করি তিনি ভারতকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।‘
তিন দিনের দক্ষিণ আফ্রিকার সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের সার্বিক উন্নয়নের জন্য আফ্রিকার উন্নয়ন করা খুবই জরুরি। ভারত সবসময় আফ্রিকার পাশে আছে, সে কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
Advertisement



