টিটিপি-র বিরুদ্ধে ফের অভিযান চালাল পাকিস্তান বাহিনী। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে স্থানীয় পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে অন্ততপক্ষে ১৭ জন টিটিপি সদস্য নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। পাকিস্তান বাহিনীর দাবি, এঁরা প্রত্যেকেই তেহরিক-ই-তালিবান পাকিস্তান-এর সদস্য ছিলেন।
শুক্রবার খাইবার পাখতুনখোয়ার বানু প্রদেশের শেরি খেল এবং পাক্কা পাহাড় খেল এলাকায় পাকিস্তান বাহিনী অভিযান চালায়। অভিযানে ১০ জন নিহত হন। জখম হন কমপক্ষে ৫ জন। এছাড়াও ১ জনকে আটক করা হয়েছে বলে পাকিস্তান বাহিনী সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে অপর এক অভিযানে পাকিস্তান বাহিনী খাইবার পাখতুনখোয়ারই অন্য প্রদেশে অভিযান চালায়। সেই অভিযানে ৭ জন টিটিপি সদস্য নিহত হন। অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, ঘি রাখার একটি টিনের মধ্যে ১০ কেজি বিস্ফোরক পাওয়া যায়।
টিটিপি-র বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে পাকিস্তান বাহিনী। কিছুদিন আগেও খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান এবং ওয়াজিরিস্তানে অভিযান চালিয়ে টিটিপি-র ১৫ জন সক্রিয় সদস্যকে হত্যা করেছে পাকিস্তান বাহিনী।
প্রসঙ্গত, পাকিস্তানে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীগুলির অন্যতম টিটিপি। এই গোষ্ঠী মূলত আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে নিজেদের কাজকর্ম চালিয়ে আসছে। পাকিস্তানের দাবি, ২০২১-এ আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা আরও সক্রিয় হয়েছে। টিটিপি নেতাদের অনেকে এখন আফগানিস্তানে তালিবানের আশ্রয়ে রয়েছে বলেও দাবি পাকিস্তানের।