• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

কসবার হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার, দুই সঙ্গীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ

জানা গিয়েছে মৃত যুবকের নাম আদর্শ লোসাল্কা এবং তাঁর বয়স ৩৩ বছর

কসবার রাজডাঙা এলাকার এক হোটেলের পাঁচতলার একটি ঘর থেকে শনিবার দুপুরে উদ্ধার করা হয়েছে এক যুবকের মৃতদেহ। মৃতের শরীরে কোনো পোশাক ছিল না বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল এবং ডগ স্কোয়াড

জানা গিয়েছে মৃত যুবকের নাম আদর্শ লোসাল্কা এবং তাঁর বয়স ৩৩ বছর। তিনি বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা। কখনও, কখনও তিনি কলকাতায় আসতেন। তিনি পেশায় ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ)। তাঁর সঙ্গে হোটেলে প্রবেশ করেছিলেন আরও  দু’জন। তাঁদের মধ্যে একজন ছিলেন মহিলা। হোটেলের ঘরে প্রবেশ করার আগে তিনজনই নিজেদের পরিচয়পত্র জমা দেন। পুলিশ সেই পরিচয়পত্রগুলি এখন খতিয়ে দেখছেন। জানা গিয়েছে, তিনজন হোটেলের ঘরে প্রবেশ করার পাঁচ ঘণ্টা পর অর্থাৎ রাত ২টো নাগাদ আদর্শের বাকি দু’জন সঙ্গী বেরিয়ে  যান। তাঁরা আর হোটেলে  ফেরেননি।

Advertisement

পুলিশ আদর্শের দুই সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে।কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) রূপেশ কুমার জানিয়েছেন,আদর্শের নাকের নিচে রক্তের দাগ রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে যে আদর্শকে হত্যা করা হয়েছে। কিন্তু মৃত্যুর আসল কারণ জানা যাবে ময়নাতদন্তের পর। তিনি জানিয়েছেন, তদন্তের স্বার্থে এই বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করা যাবে না।

Advertisement

পুলিশ জানিয়েছে রাত ৮ টা নাগাদ তিন জন হোটেলে প্রবেশ করেছিলেন। হোটেলের সিসিটিভি ফুটেজ  খতিয়ে দেখছে পুলিশ। ওই তিন জন বন্ধু না সহকর্মী সে ব্যাপারে খোঁজখবর নিচ্ছে পুলিশ। তাঁরা আগে থেকে একে অপরকে চিনতেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কেন তাঁরা হোটেলের ঘর ভাড়া নিয়েছিলেন সে ব্যাপারে এখনও পুলিশ কিছু জানায়নি।  আদর্শের বীরভূমের বাড়িতে খবর দেওয়া হয়েছে।  

Advertisement