• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হিন্দুরা না থাকলে পৃথিবীর অস্তিত্ব থাকবে না: মোহন ভাগবত

মণিপুরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি

ফের বিতর্কিত মন্তব্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের। এবার তিনি বলে বসলেন, হিন্দুরা না থাকলে পৃথিবীর অস্তিত্বও থাকবে না। তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরুই হয়েছে নানা মহলে। মণিপুরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

মোহন বলেন, ‘পৃথিবীর প্রতিটি জাতিই নানা ধরনের পরিস্থিতি দেখেছে। গ্রিস, মিশর, রোমের মতো বহু সভ্যতা পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। আমাদের সভ্যতার মধ্যে এমন কিছু আছে, যার বলে আমরা এখনও টিকে আছি। ভারত এক অমর সভ্যতার নাম… আমরা আমাদের সমাজে এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছি যার মাধ্যমে হিন্দুরা সর্বদাই এখানে থাকবে। হিন্দুরা যদি অস্তিত্ব হারিয়ে ফেলে তবে পৃথিবীও অস্তিত্বহীন হয়ে যাবে।’

Advertisement

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মণিপুরে গিয়েছেন মোহন ভাগবত। ২০২৩ সালের মে মাসে শুরু হওয়া মেতেই-কুকি সংঘর্ষে এখনও পর্যন্ত ২৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ এখনও ঘরছাড়া। দীর্ঘ বিতর্কের পর সাম্প্রতিক অতীতে মণিপুরে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চূড়াচাঁদপুরের জনসভাও করেছেন তিনি। হিংসা ভুলে শান্তির বার্তা দিয়েছিলেন তিনি। ২০ নভেম্বর সেখানে গিয়েছেন আরএসএস প্রধান ভগবত। তাঁর তিনদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে।

Advertisement

Advertisement