• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নিউজিল্যান্ড সিরিজে নেই শ্রেয়স আইয়ার

পরবর্তীকালে, ভারতে ফিরে এলেও শ্রেয়সের এখনও চোট পুরোপুরি কমেনি। বর্তমানে বোর্ডের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

গত ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর চোট পান ভারতীয় দলের অন্যতম ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। এমনকি, তাঁর চোটের জায়গায় অস্ত্রোপ্রচারও করাতে হয়। পরবর্তীকালে, ভারতে ফিরে এলেও শ্রেয়সের এখনও চোট পুরোপুরি কমেনি। বর্তমানে বোর্ডের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

জানা গিয়েছে, কিছুদিন আগেই তাঁর চোটের জায়গায় ফের একবার পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা সেই রিপোর্ট পর্যালোচনা করে জানিয়েছেন, শ্রেয়সের পেটের আঘাত এখনও সম্পূর্ণ সারেনি। ফলে, এখন মাঠে নামলে সমস্যা হতে পারে।

Advertisement

একইসঙ্গে তারা আরও বলেন, পুরোপুরি সেরে না ওঠা অবধি পেটে চাপ পড়ে এমন কিছু কাজ করা যাবে না। এই পরিস্থিতিতে, আরও কিছু দিন সাবধানে থাকতেই হবে শ্রেয়সকে। বিষয়টি নিয়ে বোর্ডের এক কর্তা জানান, দু’মাস পর ফের একবার তাঁর চোটের জায়গায় পরীক্ষা করা হবে। সেই রিপোর্ট সন্তোষজনক হলে তবেই শ্রেয়সকে ট্রেনিং শুরু করার অনুমতি দেবেন চিকিৎসকরা। তারপর থেকে বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব শুরু করবেন তিনি। ফলে, শ্রেয়সের মাঠে ফিরতে হয়তো ১০ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে। অর্থাৎ, প্রায় দু’মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

Advertisement

স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন না তিনি। এমনকি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজেও শ্রেয়সের খেলা নিয়ে সংশয় তৈরী হয়েছে।

Advertisement