শিবনাথ দাস
শনিবার বেঙ্গালুরু ঘোড়দৌড়ে মোট ৭টি বাজি। এই মরশুমের প্রথম দু’বছরের বাচ্চা ঘোড়ারা ছুটছে। ৬টি প্রতিযোগী এতে অংশগ্রহণ করছে।
Advertisement
সকালের ট্র্যাক ওয়ার্ক দেখে ‘কোয়ান্টাম’, ‘গ্লোবাল ডমিনেন্স’ এবং ‘মনুমেন্টাল’-এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মূল বাজিতে লড়াই হওয়া উচিত ‘ম্যাসিলেটো’ এবং ‘সিজ কারেজিয়াস’-এর মধ্যে।
Advertisement
মতামত:
প্রথম বাজি— দুপুর ২.০০টা, কোয়ান্টাম ১, গ্লোবাল ডমিনেন্স ২, মনুমেন্টাল ৩।
দ্বিতীয় বাজি— ২.৩০ মি., এক্সিড ১, অ্যামলিওর ২, ব্লু স্ট্রম ৩।
তৃতীয় বাজি— ৩.০০টা, ইম্পারেডার ১, ফেয়ারি লাভ ২, অ্যাপহিলায়ন ৩।
চতুর্থ বাজি— ৩.৩০ মি., সাইকন ১, অ্যালফনসাইন ২, রিফ্লেসমেন্ট ৩।
পঞ্চম বাজি— ৪.০০টা, ম্যাসিলেটো ১, সিজ কারেজিয়াস ২, নটি চার্মার ৩।
ষষ্ঠ বাজি— ৪.৩০ মি., রেইকো ১, রিগেল রিয়েলিটি ২, ডেল আভিভ ৩।
সপ্তম বাজি— ৫.০০টা, কনটেসশিনা ১, স্তালিনগ্রাড ২, স্যাসি সারা ৩।
দিনের সেরা— কনটেসশিনা
Advertisement



