• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এসআইআর ‘আতঙ্ক’, আত্মহত্যার চেষ্টা বৃদ্ধের

বুধবার রাতে বেলঘরিয়ার সিসিআর ব্রিজ সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক বৃদ্ধ

প্রতীকী চিত্র

আত্মহত্যার চেষ্টার ঘটনায় ফের জুড়ল এসআইআরের নাম। বুধবার রাতে বেলঘরিয়ার সিসিআর ব্রিজ সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক বৃদ্ধ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় আরজি কর হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরিবারের দাবি, ২০০২ সালের তালিকায় ওই বৃদ্ধের নাম ছিল না। তালিকায় তাঁর মায়ের নামের বানানও ভুল ছিল। সেই কারণে আতঙ্কে ভুগছিলেন তিনি।
আহত ব্যক্তির নাম অশোক সর্দার (৬৩)। তিনি বেলঘরিয়ার কামারহাটি পুরসভার অন্তর্গত প্রফুল্লনগর এলাকার বাসিন্দা। পেশায় তিনি রিকশাচালক। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন অশোকবাবু। কারণ ২০০২ সালের তালিকায় তাঁর নাম ছিল না। তালিকায় তাঁর মায়ের নাম থাকলেও নামের বাবান ভুল ছিল।
সেই নিয়ে আতঙ্কে ছিলেন তিনি। নথিপত্র জোগাড় করতে একাধিক জায়গায় ছোটাছুটিও করেছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। এরপরই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অশোক। অশোকের স্ত্রী জানিয়েছেন, এসআইআর শুরু হওয়ার পর থেকেই চিন্তায় ছিলেন স্বামী। তাঁর মা আগেকার দিনের মানুষ হওয়ায় তখন এ সব কাগজপত্র ছিল না। সেই কারণে চিন্তায় ছিলেন অশোক।
গত ২৭ অক্টোবর রাজ্যে এসআইআরের দিনক্ষণ ঘোষণা করা হয়। এরপর থেকে আতঙ্কে অনেকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে থাকে। মৃত্যু হয় দুই বিএলও–রও।  তাঁদের মধ্যে একজন কাজের চাপে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এই সব মৃত্যুর জন্য বিজেপি ও নির্বাচন কমিশনকে দায়ী করেছে তৃণমূল। অবিলম্বে এসআইআর প্রক্রিয়া স্থগিত করে দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠল।

Advertisement

Advertisement