লেবাননের সিডন শহর লাগোয়া আইন এল-হিলওয়েহ প্যালেস্তাইনি শরণার্থী শিবিরে ইজরায়েলি বিমান হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবারের এই ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, আহত হয়েছেন আরও চার জন।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থার সূত্রে জানা গিয়েছে, শিবিরের একটি মসজিদের পার্কিং লটে হামলা চালানো হয়। হামলায় একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। নিহতদের পরিচয় বা অন্যান্য তথ্য এখনও প্রকাশ করেনি লেবাননের স্বাস্থ্য দপ্তর।
Advertisement
সংবাদ সংস্থা আরও জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে ইজরায়েল। ইজরায়েলের সেনাবাহিনীর দাবি, যে স্থানে হামলা করা হয়েছে, তা হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্র। তাদের অভিযোগ, ওই কেন্দ্র থেকে ইজরায়েলের বিরুদ্ধে হামলার প্রস্তুতি চলছিল। ইজরায়েলি বাহিনীর দাবি, ‘হামাস যেখানেই কাজ করুক, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।’
Advertisement
তবে ইজরায়েলের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে হামাস। এক বিবৃতিতে তারা জানিয়েছে, লেবাননের শরণার্থী শিবিরে তাদের কোনও প্রশিক্ষণ কেন্দ্র নেই। হামাস বলেছে, ‘এই হামলা নিরীহ প্যালেস্তাইনি নাগরিকদের বিরুদ্ধে এবং লেবাননের সার্বভৌমত্বের ওপর সরাসরি আগ্রাসন।’ ঘটনার পর এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে লেবাননের নিরাপত্তা বাহিনী।
Advertisement



