বিহারের নির্বাচনে ভালো ফল করেনি আরজেডি। এর ঠিক পরেই ফাটল দেখা দিয়েছে লালু যাদবের পরিবারে। শনিবার দল ও পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্য। রোহিণী ছাড়াও পরিবার ছেড়েছেন লালুর আরও তিন মেয়ে রাজলক্ষ্মী, রাগিণী ও চান্দা। এত খারাপ খবরের মাঝেও আরজেডি-র জন্য সামান্য সুখবর। বিধানসভার বিরোধী দলনেতা হয়েছেন তেজস্বী যাদব। যদিও তাঁর জয় নিয়ে প্রশ্ন তুলেছে আরজেডি-র জোটসঙ্গী কংগ্রেস।
সোমবার বিহার বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন আরজেডি-র তেজস্বী যাদব। কোনও বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পেতে হলে, একটি দলকে বিধানসভার মোট আসনের কমপক্ষে ১০ শতাংশ পেতে হবে। বিহারের ক্ষেত্রে এই সংখ্যা ২৫। কারণ বিহারের মোট বিধানসভা আসন ২৪৩টি। এর ১০ শতাংশ হল ২৫। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে আরজেডি কোনও মতে ২৫টি আসন পেয়েছে।
Advertisement
রাঘোপুর আসনে গণনার শুরুর দিকে বিশাল ব্যবধানে পিছিয়ে ছিলেন আরজেডি নেতা তেজস্বী। তবে শেষের দিকে এগিয়ে যান তিনি। বিজেপির সতীশ কুমারকে ১৪ হাজার ৫৩২ ভোটে পরাজিত করে আরজেডি-র গড় ধরে রাখেন তেজস্বী। তবে তেজস্বীর জয় নিয়ে প্রশ্ন তুলেছে তাঁদেরই জোটসঙ্গী কংগ্রেস। হাত শিবিরের নেতা উদিত রাজ সোমবার অভিযোগ করেন, এই নির্বাচনকে নিরপেক্ষ হিসেবে দেখানোর জন্য বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে জিতিয়ে দিয়েছে তেজস্বী যাদবকে।
Advertisement
Advertisement



