• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভয়াবহ পথদুর্ঘটনায় রাজস্থানে ৬ তীর্থযাত্রীর মৃত্যু

গুজরাতের বানাসকণ্ঠ এবং একটি টেম্পো করে ধনসুরা এলাকার ২০ জন বাসিন্দা যাচ্ছিলেন রাজস্থানের রামদেওরার দিকে। তীর্থে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে।

ছবি: এএনআই

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জন তীর্থযাত্রীর। আহত হয়েছেন অন্তত ১৪ জন। জানা গিয়েছে, একটি ট্রেলারের সঙ্গে টেম্পো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে রাজস্থানে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনা ঘটেছে ১২৫ নম্বর ন্যাশনাল হাইওয়েতে। যোধপুর-বালেসার এলাকায় তীর্থযাত্রীদের টেম্পোর সঙ্গে সংঘর্ষ হয় শস্যের বস্তা বোঝাই একটি ট্রেলারের। এই দুর্ঘটনা ঘটে যোধপুর জেলার খারি বেরি গ্রামের কাছে।

বালেসারের পুলিশ আধিকারিক মূলসিং ভাটি জানিয়েছেন, গুজরাতের বানাসকণ্ঠ এবং একটি টেম্পো করে ধনসুরা এলাকার ২০ জন বাসিন্দা যাচ্ছিলেন রাজস্থানের রামদেওরার দিকে। তীর্থে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, মৃতের মধ্যে তিন জন মহিলা।

Advertisement

হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। সেখান থেকে পরে তাঁদের পাঠানো হয় যোধপুরের এমডিএম হাসপাতালে। পুলিশ জানিয়েছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক ট্রেলারের চালক পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

Advertisement