• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাজা রামমোহন ব্রিটিশের ‘দালাল’ বিতর্কে তোপ তৃণমূলের, অবশেষে ডিগবাজি মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর

‘ভুয়ো সমাজ সংস্কারক’ বলেও নিশানা করেছেন বিজেপি নেতা। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস

রবীন্দ্রনাথের পর এবার টার্গেট রাজা রামমোহন রায়। ব্রিটিশের ‘দালাল’ বলে রাজা রামমোহন রায়কে কটাক্ষ করলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। সেই সঙ্গে ‘ভুয়ো সমাজ সংস্কারক’ বলেও নিশানা করেছেন বিজেপি নেতা। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের মুখপাত্র অরূপ চক্রবর্তী সমাজ মাধ্যমে লিখেছেন, ‘তুই আমাদের দেবতাদের অসম্মান করিস, তুই বিজেপি।’

মধ্যপ্রদেশে বিরসা মুন্ডা জয়ন্তী অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিজেপি নেতা পারমার। ব্রিটিশরা এজেন্ডা পূরণের জন্য ‘ভুয়ো সমাজ সংস্কারক’ তৈরি করেছিল। তাঁদের মধ্যে একজন রাজা রামমোহন রায় বলে মন্তব্য করেন পারমারের। তিনি বলেন, ‘রাজা রামমোহন রায় ব্রিটিশ এজেন্ট ছিলেন। তিনি দেশে ইংরেজদের দালাল হিসেবে কাজ করতেন। ধর্মান্তরণের জন্য চক্র শুরু করেছিলেন।‘

Advertisement

সেই সঙ্গেই তিনি বলেন, ‘যদি কেউ এটি বন্ধ করার ও উপজাতি সমাজকে রক্ষা করার সাহস করে থাকেন তবে তিনি ছিলেন বিরসা মুন্ডা।‘  ব্রিটিশ আমলে মিশনারি স্কুলই ছিল একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ধর্মান্তরণের জন্য শিক্ষাকে ব্যবহার করত বলে দাবি করেন পারমার। তিনি বলেন, ‘বিরসা মুন্ডা তাঁর সম্প্রদায়কে রক্ষা এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মিশনারি শিক্ষা ত্যাগ করেছিলেন।‘

Advertisement

বাংলার মনীষীদের অপমান নিয়ে সরব হয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী সমাজ মাধ্যমে লিখেছেন, ‘আমার রাম রামমোহন, আমার ঈশ্বর বিদ্যাসাগর, আমার ঠাকুর রবীন্দ্রনাথ। তুই আমাদের দেবতাদের অসম্মান করিস, তুই বিজেপি।’

এরপর সংবাদমাধ্যমে অরূপ জানিয়েছেন, ‘যারা ব্রিটিশের দালাল তারা রাজা রামমোহন রায়কে বলছে এজেন্ট। এটাই বিজেপি, এটাই ওদের চরিত্র। এই জন্য ওদের  আমরা বহিরাগত জমিদার  বলি। ওরা বাংলার মাটি চেনে না। রাজা রামমোহন রায়কে চেনে না। যারা বাংলা ভাবাবেগে আঘাত করবে, বাংলা তাদের বারবার মনে করিয়ে দেবে তুমি ব্রিটিশের কাছে মুচলেকা দিয়েছিলে।‘

এই মন্তব্যের পর পরই পারমারের থেকে দূরত্ব তৈরি করেছে মধ্যপ্রদেশ বিজেপি। বিজেপি মুখপাত্র শিবম শুক্লা বলেছেন, ‘এটা মন্ত্রীর ব্যক্তিগত মতামত। বিজেপি দেশের জন্য অবদান রাখা সকল মহান নেতাকে সম্মান করে।‘

বিতর্কের মধ্যে রবিবার দুপুরে ঢোক গিললেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। এক ভিডিও বার্তায় দুঃখপ্রকাশ করে বলেছেন, ‘বিরসা মুন্ডার জীবন নিয়ে কথা বলার সময় আমি রাজা রামমোহন রায় সম্পর্কে মুখ ফস্কে ভুল কথা বলে ফেলেছি। এর জন্য গভীর ভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।’  তাঁর মতে, রাজা রামমোহন রায় একজন ‘বিখ্যাত’ সমাজ সংস্কারক ছিলেন।

বাংলা নবজাগরণের অন্যতম নাম রাজা রামমোহন রায়। সমাজ এবং ধর্মীয় সংস্কারক হিসেবে বাংলা ও বাঙালির জীবনে প্রভাব অপরিসীম। বাংলা ছাড়িয়ে বিশ্বজোড়া পরিচিতি রামমোহনের। সতীদাহর মতো কুসংস্কারচ্ছন্ন প্রথার নির্মূল করেছিলেন তিনি।

রামমোহন রায়কে ‘ব্রিটিশ দালাল’ বলায় শুধু তৃণমূল নয়, কংগ্রেসও সমালোচনায় সরব হয়েছে। ইন্দরের মন্তব্যকে ‘লজ্জাজনক’ বলে তোপ দেগেছেন কংগ্রেসের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত। বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর ইতিহাস সম্পর্কে জ্ঞান নেই। ভূপেন্দ্রর প্রশ্ন, সতীদাহ প্রথা বিলোপ কি ‘ব্রিটিশ দালালি’?  বিতর্কে জোরদার হতেই ‘ডিগবাজি’ খেলেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার।

 

 

Advertisement