দেশের জার্সি গায়ে নজির গড়লেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। বৃহস্পতিবার পেশাদার ফুটবলে ৪০০ গোলের অনবদ্য মাইল ফলক স্পর্শ করলেন তিনি। তাঁর জোড়া গোলের সুবাদেই ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়ে আগামী ২০২৭ ফুটবল বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র আদায় করে নিল ফ্রান্স।
বর্তমানে এমবাপের বয়স ২৬ বছর। এরমধ্যে ক্লাব ও দেশের জার্সি গায়ে মোট ৫৩৭ ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। তবে, শুধু খেলাই নয়, ফ্রান্সের জার্সি গায়ে গুরুত্বপূর্ণ সময়ে বারবার ঝলসে উঠেছেন এমবাপে। আর এদিন সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে ৪০০ গোল করার দুরন্ত নজির গড়লেন তিনি। টপকে গেলেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকা ফুটবলারদের। এতো কম বয়সে পেশাদার ফুটবলে ৪০০ গোল করার নজির আর কারোর নেই। তবে শুধু তাই নয়, বৃহস্পতিবার ফ্রান্সের হয়েও ৫৫ গোল করে ফেললেন তিনি। খেলার ৫৫ এবং ৮৩ মিনিটে ফরাসিদের হয়ে গোল দুটি করেন এমবাপে।
Advertisement
বৃহস্পতিবার খেলার শুরু থেকেই দাপট ছিল ফ্রান্সের। তবে, প্রতিপক্ষ বক্সে বারবার আক্রমণ চালালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দিদিয়ের দেঁশর দল। ফলে, স্বাভাবিকভাবেই দ্বিতীয়ার্ধে আক্রমণের চাপ আরও বাড়ায় তারা। এইসময়, খেলার ৫৫ মিনিটে ফ্রান্সকে গোল করে এগিয়ে দেন এমবাপে। পেনাল্টি থেকে ফরাসিদের হয়ে ব্যবধান ১-০ করে যান তিনি। পরবর্তীকালে, খেলার ৭৬ মিনিটে ফ্রান্সের পক্ষে দ্বিতীয় গোলটি করে যান ওলিসে। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরেও নিজেদের আক্রমণাত্মক মেজাজ থেকে এতটুকুও সরে আসেননি দেঁশর দল। যার ফলস্বরূপ, ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করে যান এমবাপে। এরপর, ম্যাচের একেবারে শেষলগ্নে ফ্রান্সের হয়ে ব্যবধান ৪-০ করেন একিতেকে।
Advertisement
এই জয়ের ফলে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ-ডি’র শীর্ষে থেকে আগামী বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে গেল দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন’রা। সমসংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে আইসল্যান্ড। এই প্রসঙ্গে বলা যায়, এদিন ম্যাচ শুরুর আগে ২০১৫ সালে প্যারিস হামলায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে দু’দল। এমনকি, ম্যাচ জিতেও কোনও উচ্ছ্বাস দেখাননি ফ্রান্সের ফুটবলারেরা।
Advertisement



