• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বেঙ্গল সাফারিতে আয়ের নয়া রেকর্ড

চলতি বছর পুজোর মাসে বেঙ্গল সাফারিতে রেকর্ড আয় হয়েছে। প্রতিবছর পর্যটকদের সংখ্যা বাড়ছে। ফলে পার্কের পরিকাঠামো আরও ভালো করা হচ্ছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আয়ের ক্ষেত্রে রেকর্ড গড়ল বেঙ্গল সাফারি। ২০২৪ সালে পুজোর সময় যে আয় হয়েছিল তার থেকে ২০২৫ সালের অক্টোবর মাসে ১০ লক্ষ টাকা বেশি আয় হয়েছে। গত বছর পুজোর মরশুমে ৬১ লক্ষ টাকা আয় হয়েছিল বেঙ্গল সাফারি পার্কের। চলতি বছর অক্টোবর মাসে ৭১ লক্ষ টাকা আয় করেছে বেঙ্গল সাফারি পার্ক। অর্থাৎ গত বছরের তুলনায় এবছর আরও বেশি সংখ্যক পর্যটক বেঙ্গল সাফারি পার্কে ভিড় জমিয়েছিলেন।
পার্ক কর্তৃপক্ষের দাবি, শীতের মরশুমে এই আয় আরও বাড়তে পারে। কারণ এবার থেকে আরও ১৮টি প্রাণীকে দেখতে পাবেন পর্যটকরা। পাশাপাশি আগামী বছর থেকে শুরু হয়ে যাবে সিংহ সাফারি। তাই সেই সময় বেঙ্গল সাফারি পার্কে ভিড় আরও বাড়বে।
এই আয় বৃদ্ধি নিয়ে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন, চলতি বছর পুজোর মাসে বেঙ্গল সাফারিতে রেকর্ড আয় হয়েছে। প্রতিবছর পর্যটকদের সংখ্যা বাড়ছে। ফলে পার্কের পরিকাঠামো আরও ভালো করা হচ্ছে। পর্যটকদের জন্য আনা হয়েছে নতুন নতুন প্রাণী।
কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের জুলাই মাসে কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে ১৮ টি নতুন প্রাণীকে বেঙ্গল সাফারিতে আনা হয়েছিল। এর মধ্যে রয়েছে দু’টো পুরুষ ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, দু’জোড়া পেইন্টেড স্টর্ক পাখি, একজোড়া হিমালয়ান ব্ল্যাক বিয়ার, একজোড়া স্ত্রী ঘড়িয়াল ও তিন জোড়া গ্রিন ইগুয়ানা ও এক জোড়া স্পুন বিল পাখি। এতদিন এই প্রাণীগুলিকে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। ডিসেম্বর মাস থেকে এগুলি পর্যটকদের দেখার ব্যবস্থা করা হবে। পাশাপাশি নতুন বছরের শুরুতেই চালু হতে চলেছে সিংহ সাফারি। পুজোর আগেই এটি শুরু হওয়ার কথা থাকলেও পরিকাঠামোগত সমস্যা থাকায় তা করা যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ত্রিপুরার সিপাহীজলা চিড়িয়াখানা থেকে সুরজ ও তনয়া নামের একজোড়া সিংহকে বেঙ্গল সাফারিতে আনা হয়েছিল। চলতি বছর তারা তিনটি শাবকের জন্ম দিয়েছে। এর ফলে শীতের মরশুমে পর্যটকরা সিংহ সাফারি ভালোভাবে উপভোগ করবেন।

Advertisement

Advertisement