নিখোঁজ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে দেহ। ঘটনাটি ঘটেছে, নদিয়ার গয়েশপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম অনিতা পাল। বয়স ৬৫ বছর। বাড়ি গয়েশপুরের ৪ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত একটি জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন অনিতা পাল। তারপর আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে ওই জঙ্গল লাগোয়া একটি পুকুর থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। কীভাবে মৃত্যু হল ওই বৃদ্ধার, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement
Advertisement
Advertisement



