বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে ভারত-নেপাল সীমান্ত। আগামী শনিবার সন্ধ্যা থেকে শুরু করে আগামী ৭২ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে দুই দেশের বর্ডার। সীমান্ত লাগোয়া নেপালের একাধিক জেলা, সারলাহি, মহোত্তরি ও রাউতহাটের প্রশাসন ইতিমধ্যেই সীমান্তপথ সিল করে দিয়েছে। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে বিহারের রক্সৌল–নরকটিয়া সেনসিটিভ জোনও।
১১টি সীমান্ত পয়েন্ট মহোত্তরি জেলায়, সেগুলি সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। মহোত্তরি জেলার সহকারী প্রধান জেলা আধিকারিক সঞ্জয় কুমার পোখরেল জানিয়েছেন, ‘বিহারে দ্বিতীয় দফার নির্বাচন ১১ নভেম্বর। নিরাপত্তার স্বার্থে সীমান্তে মানুষের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। মহোত্তরির সব সীমান্তপথ ৮ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১১ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।’
Advertisement
জরুরি পরিস্থিতিতে ব্যতিক্রম, এছাড়া সীমান্ত পারাপার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। চিকিৎসা বা অন্য জরুরি প্রয়োজন ছাড়া সীমান্ত অতিক্রমের সমস্ত রকম অনুমতি স্থগিত থাকবে ৭২ ঘণ্টার জন্য। ভারত ও নেপাল দুই দেশের নিরাপত্তা বাহিনী বর্তমানে সীমান্তে যৌথভাবে টহল দিচ্ছে। উল্লেখ্য, মঙ্গলবার বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। নির্বাচনের ফলাফল ঘোষণা হবে শুক্রবার।
Advertisement
Advertisement



