• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাংলাদেশ দিয়ে ভারতে হামলার ছক পাক জঙ্গিদের

বাংলাদেশের দিকে দিয়ে ভারতের উপর জঙ্গি হামলার চালানোর ছক কষছে পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবা।

বাংলাদেশের দিকে দিয়ে ভারতের উপর জঙ্গি হামলার চালানোর ছক কষছে পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবা। সূত্রের খবর সংগঠনের প্রধান আন্তর্জাতিক জঙ্গির তকমা পাওয়া হাফিজ সইদ ভারতে হামলার এই নতুন দরজা খোলার কাজে ব্যস্ত রয়েছেন। এমনকি এর জন্য বাংলাদেশে নতুন নতুন জঙ্গিঘাঁটি তৈরির কাজ চালাচ্ছেন হাফিজ সইদ।

সম্প্রতি এক ভিডিও থেকে এই তথ্য ফাঁস হয়েছে। গোয়েন্দাদের কাছে এসেছে গত ৩০ অক্টোবর পাকিস্তানের খইরপুর তামেওয়ালিতে এক বিশাল জনসভার ভিডিও রেকর্ডিং। সেখানে দেখা যাচ্ছে, লস্করের শীর্ষ এক কমান্ডার সইফুল্লা সইফ বিরাট বিপজ্জনক তথ্য ফাঁস করে দিয়েছেন। সইফুল্লা বলেন, হাত গুটিয়ে বসে নেই হাফিজ সইদ। বাংলাদেশের দিক দিয়ে ভারতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তিনি দাবি করেছেন, লস্কর-ই-তোইবার সদস্যরা ইতিমধ্যেই পূর্ব পাকিস্তানে (বাংলাদেশের আগের নাম) সক্রিয়। তাঁরা ভারতকে অপারেশন সিঁদুরের জবাব দেবে।

Advertisement

জানা গিয়েছে, সইদ তাঁর এক ঘনিষ্ঠকে সম্প্রতি বাংলাদেশে পাঠিয়েছিলেন। যিনি ভারত-বাংলাদেশ সীমানার বিস্তীর্ণ অঞ্চল ঘুরে দেখেন এবং স্থানীয় মসজিদগুলিতে গিয়ে যুবকদের কট্টরপন্থী আদর্শ জেহাদের জন্য উদ্বুদ্ধ করে আসেন। ভিডিও থেকে স্পষ্ট হয়ে গিয়েছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ডাক দেন হাফিজ সইদ। এই কাজে পাকিস্তানি জঙ্গিরা যে কম বয়সিদের প্রশিক্ষণ দিচ্ছে তাও স্পষ্ট হয়ে গিয়েছে। কারণ ওই জনসভায় অনেক বালক ও কিশোর উপস্থিত ছিল। সেই ভাষণে তিনি পাকিস্তানি সেনার প্রশংসা করে বলেন, এখন আমেরিকা আমাদের সঙ্গে আছে। বাংলাদেশের সঙ্গেও আমাদের সম্পর্ক খুব ভালো। সেজন্যই বাংলাদেশে দিয়ে ভারতে আক্রমণের ছক ফলপ্রসূ হবে বলেই মনে করেন তিনি।

Advertisement

Advertisement