• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

বালিচক স্টেশনে প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির ইঞ্জিনের

রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ওই মালগাড়িটি লুপ লাইনে ঢুকছিল। সেই সময় মালগাড়ির ইঞ্জিন এবং দু’টি বগির প্লাটফর্মে ধাক্কা লাগে।

প্রতীকী ছবি।

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি মালগাড়ি। দক্ষিণ-পূর্ব রেলওয়ের বালিচক স্টেশনের ঘটনা। রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ওই মালগাড়িটি লুপ লাইনে ঢুকছিল। সেই সময় মালগাড়ির ইঞ্জিন এবং দু’টি বগির সঙ্গে প্লাটফর্মের ধাক্কা লাগে। আচমকা বিকট শব্দে স্টেশনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে স্টেশনে উপস্থিত হন রেলের আধিকারিকেরা। যদিও এই ঘটনার জেরে যাত্রিবাহী ট্রেন চলাচলে কোনও সমস্যা হয়নি।

রেল সূত্রে খবর, রেললাইন থেকে চাকা নেমে যায়নি। তা সত্ত্বেও প্লাটফর্মের সঙ্গে একটি ইঞ্জিন এবং দু’টি বগির সংঘর্ষ হয়। কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত হবে। এদিকে এই ঘটনার পর স্টেশনে পৌঁছে প্লাটফর্মের ঢালাই ভাঙার কাজ শুরু করেন কর্মীরা। সূত্রের দাবি, বালিচক স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে মালগাড়ি ব্যাক করার সময়ে তার ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে প্লাটফর্মে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছেন রেলের সংশ্লিষ্ট আধিকারিকেরা।

Advertisement

Advertisement

Advertisement