আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প। রবিবার দুপুর ১২টা নাগাদ আন্দামান সাগরের কাছে কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪। সাগরে ৯০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। যদিও জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস-এর মতে, এদিনের কম্পনের মাত্রা ছিল ৬.০৭। ভূমিকম্পের জেরে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।
ভূমিকম্পের পর উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি সেবা, দুর্যোগ মোকাবিলা দল এবং স্থানীয় প্রশাসন এলাকায় নজরদারি চালাচ্ছে। এর আগে গত সপ্তাহেও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প হয়েছিল। কম্পনের মাত্রা ছিল ৪.১। সমুদ্রে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র।
Advertisement
প্রসঙ্গত, আন্দামান দ্বীপপুঞ্জ এবং আশপাশের দ্বীপপুঞ্জগুলি অত্যন্ত সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। সেই কারণে গোটা অঞ্চলটিতে মাঝেমধ্যেই কম্পন অনুভূত হয়। ভূতাত্ত্বিক টার্মিনোলজি অনুযায়ী, এই অঞ্চল ‘জোন ৫’-এর অন্তর্গত। ২০০৪ সালে ২৬ ডিসেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্পের জেরে সুনামি হয়েছিল। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৯.২।
Advertisement
Advertisement



