• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আমেরিকায় গ্রেপ্তার ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ দুই গ্যাংস্টার

আমেরিকার জর্জিয়া থেকে বেঙ্কটেশ গর্গ এবং ভানু রানা নামে দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টারকে গ্রেপ্তার করেছে ভারতের গোয়েন্দা এবং হরিয়ানা পুলিশ।

ভারতের গোয়েন্দা এবং হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে বড়সড় সাফল্য মিলল। আমেরিকার জর্জিয়া থেকে বেঙ্কটেশ গর্গ এবং ভানু রানা নামে দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টারকে গ্রেপ্তার করেছে ভারতের গোয়েন্দা এবং হরিয়ানা পুলিশ। ধৃতদের মধ্যে একজন বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বর্তমানে প্রায় ৩০ জন ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার বিদেশে লুকিয়ে রয়েছেন। তাঁদের গ্রেপ্তার করার চেষ্টা চালানো হচ্ছে।

‘মোস্ট ওয়ান্টেড’ দুই গ্যাংস্টারকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বেঙ্কটেশ গর্গ হরিয়ানার নারায়ণগড়ের বাসিন্দা। জর্জিয়ায় বসবাসকারী গর্গের বিরুদ্ধে ভারতে ১০টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। তিনি হরিয়ানা, রাজস্থান, দিল্লি এবং উত্তর ভারতের অন্যান্য রাজ্য থেকে যুবকদের অপরাধমূলক কাজের জন্য নিয়োগ করছিলেন।

Advertisement

গুরুগ্রামে বহুজন সমাজ পার্টি (বিএসপি) নেতার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠতেই বেঙ্কটেশ গর্গ জর্জিয়ায় পালিয়ে যান। বিদেশে বসবাসীকারী আরেক গ্যাংস্টার কপিল সাংওয়ানের সঙ্গে মিলে তোলাবাজি করতেন গর্গ। গত অক্টোবরে দিল্লি পুলিশ সাংওয়ানের চারজন শুটারকে গ্রেপ্তার করেছিল। তাঁরা এক বিল্ডার্সের বাড়ি এবং ফার্মহাউসে গুলি চালানোর সঙ্গে জড়িত ছিলেন।

Advertisement

আরেক গ্যাংস্টার ভানুকেও আমেরিকা থেকে গ্রেপ্তার করেছেন ভারতের গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে ভানুর। হরিয়ানার কারনালের বাসিন্দা। দেশে এবং বিদেশের মাটিতে অপরাধের চক্র চালাতেন তিনি। ভানুর বিরুদ্ধে বহু অপরাধের অভিযোগ রয়েছে ভারতে। আমেরিকায় বসে হরিয়ানা, পাঞ্জাব এবং দিল্লিতে অপরাধের নেটওয়ার্ক চালাতেন তিনি। পঞ্জাবে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ছিলেন ভানু।

এর আগে চলতি বছরের জুন মাসে কারনালের স্পেশাল টাস্ক ফোর্স হ্যান্ড গ্রেনেড, পিস্তল এবং গুলি উদ্ধারের সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁরা ভানু রানার নির্দেশে কাজ করছিলেন বলে জানা গিয়েছে।

Advertisement