আসন্ন এফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব ও আইডাব্লিউএলের জন্য ভারতীয় দলের তারকা ফুটবলার জ্যোতি চৌহানকে সই করালো ইস্টবেঙ্গল। প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ইউরোপীয় ক্লাব ডায়নামো জাগ্রেবের হয়ে হ্যাটট্রিকের নজির রয়েছে মধ্যপ্রদেশের এই মহিলা ফুটবলারের। গোকুলাম কেরালার হয়ে ২০২১-২২ মরসুমে আইডাব্লিউএল জিতেছেন তিনি।
পাশাপাশি, কেরালা লিগের সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছিলেন তিনি । পরবর্তীকালে, ক্রোয়েশিয়ার অন্যতম সেরা ক্লাব ডায়নামো জাগ্রেবে যোগ দেন তিনি। সেখানে ২০২৩-২৪ মরসুমে ক্রোয়েশিয়ান ওমেন্স কাপ জিতেছেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁকে দলে পেয়ে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল কোচ আন্টনি আন্দ্রুজ। জানান, জ্যোতিকে দীর্ঘদিন ধরে চেনেন তিনি। ক্রোয়েশিয়ার তাঁর খেলার অভিজ্ঞতা লাল – হলুদ শিবিরের কাজে আসবে।
Advertisement
Advertisement
Advertisement



