বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে আদানি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে বিদ্যুৎ দিতে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। চলতি মাসের ১০ তারিখের মধ্যে বকেয়া টাকা না মেটালে ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করেছে আদানি পাওয়ার। বাংলাদেশকে দেওয়া বিদ্যুতের জন্য বকেয়া পাওনা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়ায় অংশ নিতে পারে ভারতের আদানি পাওয়ার লিমিটেড।
আদানি পাওয়ার লিমিটেডের ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ ৩১ অক্টোবর পিডিবির চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে জানানো হয়, ‘পিডিবি এখনও ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পরিশোধ করেনি, যার মধ্যে ২৬২ মিলিয়ন ডলার পিডিবির নিজস্ব স্বীকৃত অপরিশোধিত বিল। যদি ১০ নভেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধ না করা হয়, তাহলে আমরা ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বাধ্য হব।’
Advertisement
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ ২৫ বছর ধরে কিনবে বাংলাদেশ। আদানি পাওয়ার জানায়, চুক্তি অনুযায়ী সরবরাহ বন্ধ থাকলেও তারা ‘ডিপেন্ডেবল ক্যাপাসিটি’ ভিত্তিতে ক্যাপাসিটি পেমেন্ট পাওয়ার অধিকার রাখে। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফউজুল কবির খান বলেন, ‘বকেয়া আগের সরকারের সময় থেকে জমেছে। গত বছর একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি। বেশির ভাগ এরই মধ্যে শোধ করা হয়েছে। এর পরও বিদ্যুৎ বন্ধ করা হলে তা হবে দুঃখজনক।’ কবির খানের দাবি, ‘আলোচনা প্রক্রিয়া এখনও চলছে। আলোচনা শেষ হলে প্রয়োজনে আন্তর্জাতিক সালিশিতে যাওয়া হবে।’
Advertisement
২০১৭ সালে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাংলাদেশ এবং আদানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বিদ্যুতের টাকা মেটানো নিয়ে এপিএল এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে বিরোধ বেঁধেছে। কবির খান জানিয়েছেন, ‘আদানির চুক্তিতে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তা বাতিলও করা হতে পারে।’
Advertisement



