ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার কথা ছিল ভারতের রবিচন্দ্রন অশ্বিনের। তবে বিগ ব্যাশে তাঁর খেলা হচ্ছে না রবিচন্দ্রন অশ্বিনের। অস্ট্রেলিয়ার লিগ থেকে ছিটকে গিয়েছেন তিনি। হাঁটুতে অস্ত্রোপচার হবে অশ্বিনের। সেই কারণেই খেলতে পারবেন না তিনি।
অশ্বিন জানিয়েছেন, তিনি খেলতে না পেরে ভেঙে পড়েছেন। বিগ ব্যাশের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি। প্রস্তুতির সময় হাঁটুতে চোট পান। চিকিৎসক জানিয়েছেন, তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে। এ বারের বিগ ব্যাশ ১৪ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। সেই সময় পাওয়া যাবে না অশ্বিনকে।
Advertisement
অশ্বিনের দল সিডনি থান্ডার তাঁর একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে অশ্বিন লিখেছেন, ‘বিগ ব্যাশ খেলতে না পেরে অত্যন্ত হতাশ। এখন আমি সুস্থ হওয়ার দিকে মন দিয়েছি। আগের থেকেও তরতাজা হয়ে ফিরতে চাই। সিডনি থান্ডার যে বিশ্বাস ও ভালবাসা আমার উপর দেখিয়েছে তার প্রতিদান দিতে চাই।’ অশ্বিন আরও লেখেন, ‘যদি রিহ্যাব ভাল হয় তো মরসুমের শেষ দিকে সিডনি যাব। সেখানে দলের ক্রিকেটার ও সমর্থকদের সঙ্গে দেখা করব। থান্ডারকে শুভেচ্ছা।’
Advertisement
Advertisement



