গভীর জলসঙ্কটের মু্খে তেহরান। তেহরানের পানীয় জলের প্রধান উৎস আমির কবির বাঁধ তীব্র খরার কারণে শুকিয়ে যাচ্ছে। আগামী ২ সপ্তাহের মধ্যে ইরানের রাজধানী তেহরান এজন্য জলের অভাবে ভুগবে বলে আশঙ্কা করা হচ্ছে। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, আমির কবির বাঁধের ধারণ ক্ষমতার মাত্র ৮ শতাংশ জল অবশিষ্ট রয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, তেহরানে জল সরবরাহের ৫টি বাঁধের মধ্যে প্রধান হল আমির কবির বাঁধ। এই বাঁধে বর্তমানে জল রয়েছে ১ কোটি ৪০ লক্ষ ঘনমিটার, যা ধারণ ক্ষমতার ৮ শতাংশ। তেহরানের জল সরবরাহ দপ্তরের প্রধান বেহজাদ পারসা ইরানের এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এই জল দিয়ে আগামী দিনগুলিতে সর্বোচ্চ ২ সপ্তাহ পর্যন্ত জল সরবরাহ বজায় রাখা সম্ভব।
প্রসঙ্গত, তেহরান এবং তার আশেপাশের অঞ্চলে বৃষ্টির পরিমাণ ভয়ঙ্করভাবে হ্রাস পেয়েছে। ফলে ওই অঞ্চলে তৈরি হয়েছে খরা পরিস্থিতি। বেহজাদ পারসা জানিয়েছেন, এক বছর আগেও আমির কবির বাঁধে ৮ কোটি ৬০ লক্ষ ঘনমিটার জল ছিল। কিন্তু বৃষ্টির পরিমাণ ১০০ শতাংশ হ্রাস পাওয়ায় জল দ্রুত শেষের পথে।
এই পরিস্থিতিতে গভীর উদ্বেগের মধ্যে রয়েছে মাসুদ পেজেকশিয়ানের সরকার। কারণ ইরানের রাজধানী তেহরানে পানীয় জলের প্রধান উৎস হল বাঁধ, জলাধার, এবং ভূগর্ভস্থ জল। ভূগর্ভস্থ উৎস থেকে আসে প্রায় ৩০ শতাংশ জল। দূরবর্তী উৎস থেকে জল সরবরাহের জন্য ব্যবহার করা হয় দীর্ঘ পাইপলাইনও। কিন্তু খরা পরিস্থিতির কারণে এই উৎসগুলির উপর চাপ বেড়েই চলেছে।