• facebook
  • twitter
Friday, 5 December, 2025

লন্ডনে ট্রেনের মধ্যে ছুরির হামলা, আহত ১০, গ্রেপ্তার ২

শনিবার রাতে কেমব্রিজের কাছে ট্রেন ঢোকার সময় আচমকা ছুরি নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা

লন্ডনগামী ট্রেনে দুষ্কৃতী হামলা। যাত্রীদের লক্ষ্য করে এলোপাথাড়ি ছুরির কোপ। হামলায় গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১০ জন। তার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। দুই সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে হামলাটি ঘটে। ঘটনার কড়া নিন্দা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

শনিবার রাতে কেমব্রিজের কাছে ট্রেন ঢোকার সময় আচমকা ছুরি নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। ছুরির কোপে রক্তাক্ত হন একাধিক যাত্রী। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। পুলিশের কাছে ট্রেনে হামলার খবর আসে। হাটিংডনের একটি স্টেশনে আগে থেকেই অপেক্ষা করছিল পুলিশের বিশাল বাহিনী, অ্যাম্বুল্যান্স এবং উদ্ধারকারী দল। ট্রেনটিকে থামিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়।

Advertisement

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই হামলায় কত জন জড়িত  তা এখনও জানা যায়নি। হামলার কারণও অস্পষ্ট। ট্রেনটি ডঙ্কাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস স্টেশনে যাচ্ছিল বলে খবর। অত্যন্ত ব্যস্তবহুল ট্রেনপথ। সেটাকেই দুষ্কৃতী কাজে লাগিয়েছে বলে খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘একজন মানুষকে লম্বা ছুরি হাতে এগিয়ে আসতে দেখেছিলাম। চারপাশ রক্তে ভরে যাচ্ছিল। যাত্রীরা আতঙ্কে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন।‘  আরেকজন বলেন, ‘ট্রেন থামতেই হামলাকারী স্টেশনে নেমে পড়েছিল কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলে।‘

ঘটনার কড়া নিন্দা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘হান্টিংডনের কাছে একটি ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এটি খুবই উদ্বেগজনক। আহতদের পরিবারের পাশি আমরা রয়েছি। দ্রুত পদক্ষেপ করার জন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকল কর্মীদের ধন্যবাদ জানাই।’

 

Advertisement