• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিদ্যাসাগর সেতুতে বড়সড় মেরামতি, ৮ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল

এ দিন দ্বিতীয় হুগলি সেতুর বদলে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। সেখান থেকে গাড়িগুলি জি টি রোড এবং আন্দুল রোড ধরে গন্তব্যে পৌঁছবে।

দ্বিতীয় হুগলি সেতু।

দ্বিতীয় হুগলি সেতু দিয়ে চলাচলকারী গাড়ি চালকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিল হাওড়া সিটি পুলিশ। দপ্তর সূত্রে জানা গিয়েছে, কেবল ও বিয়ারিংয়ের রক্ষণাবেক্ষণের জন্য আগামী ২ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত টানা আট ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। এ কারণে ওই সময়ে সেতু এড়িয়ে বিকল্প রাস্তায় গাড়ি ঘোরাতে হবে সকলকে।

হাওড়া সিটি পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোলাঘাট কিংবা ডানকুনির দিক থেকে কলকাতাগামী পণ্যবাহী গাড়িগুলি ওই আট ঘণ্টা নিবেদিতা সেতু ব্যবহার করবে। যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রেও নির্দেশ দেওয়া হয়েছে— কলকাতার দিকে যাওয়ার জন্য নিবেদিতা সেতু এবং হাওড়া ব্রিজ খোলা থাকবে।

Advertisement

কলকাতামুখী যানবাহনগুলিকে এ দিন দ্বিতীয় হুগলি সেতুর বদলে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। সেখান থেকে গাড়িগুলি জি টি রোড এবং আন্দুল রোড ধরে গন্তব্যে পৌঁছবে। অন্যদিকে, হাওড়া থেকে কোলাঘাটমুখী পণ্যবাহী গাড়িগুলি আন্দুল রোড হয়ে আলমপুর মোড় ঘুরে জাতীয় সড়কে উঠতে পারবে।

Advertisement

পুলিশের দাবি, আগাম এই সতর্কতা জারি করা হয়েছে, যাতে গাড়িচালকরা রুট পরিবর্তনের বিষয়ে আগে থেকেই প্রস্তুতি নিতে পারেন এবং অযথা যানজটে পড়তে না হয়। রক্ষণাবেক্ষণের কাজ নির্ধারিত সময়ে শেষ হলে দুপুর ২টার পর থেকেই সেতুর স্বাভাবিক যান চলাচল পুনরায় শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Advertisement