• facebook
  • twitter
Friday, 30 January, 2026

একদিনের বিশ্বকাপ দলে ফিরতে মরিয়া শার্দুল

দেশের জার্সিতে একদিনের বিশ্বকাপ খেলতে চান পেসার অলরাউন্ডার শার্দুল ঠাকুর। বর্তমানে, রঞ্জি ট্রফিতে মুম্বই দলকে নেতৃত্ব দিচ্ছেন শার্দূল।

ফাইল চিত্র

দেশের জার্সিতে একদিনের বিশ্বকাপ খেলতে চান পেসার অলরাউন্ডার শার্দুল ঠাকুর। বর্তমানে, রঞ্জি ট্রফিতে মুম্বই দলকে নেতৃত্ব দিচ্ছেন শার্দূল। সেখানে ছত্তিশগড়ের বিরুদ্ধে ম্যাচ ড্র হওয়ার পর শার্দূল জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল খেলে জাতীয় দলে ফের একবার নিজের জায়গা করে নিতে চান তিনি। আর, এটাই আপাতত তাঁর প্রধান লক্ষ্য। শার্দুল বলেন, ঘরোয়া ক্রিকেটে যত বেশি সম্ভব ম্যাচ খেলে ভালো পারফরম্যান্স করতে চান তিনি।

ভারতীয় দলের এই অলরাউন্ডারের মতে, জাতীয় দলে জায়গা পেতে গেলে তাঁকে ম্যাচ জেতানো পারফরম্যান্স করতেই হবে। আর তাহলেই তাঁর কাজটা অনেকটাই সহজ হবে বলে মনে করছেন শার্দুল। ২০২৭ একদিনের বিশ্বকাপ যেহেতু দক্ষিণ আফ্রিকায় হবে, তাই ওখানকার পিচে অলরাউন্ডার হিসাবে আট নম্বরে একজনকে হয়তো দরকার হতে পারে। আর সে জায়গাকেই টার্গেট করছেন শার্দূল।

Advertisement

তবে শুধু বিশ্বকাপ নয়, তার আগে যদি ভারতীয় দলে সুযোগ পান শার্দুল তাহলেও দলকে জেতাতে নিজের অবদান রাখার চেষ্টা করবেন বলেও এদিন জানাতে ভুললেন না তিনি। শার্দুলের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য তিনি সবসময় তৈরি আছেন। এজন্য, অনুশীলনের ফাঁকে আলাদাভাবে প্রস্তুতিও নেন শার্দুল। তাই, দলের দরকারে যখনই তাঁকে ডাকা হবে তখনই নিজের সেরা খেলাটা উপহার দেবেন বলেও জানান তিনি।

Advertisement

এই প্রসঙ্গে বলা যায়, ভারতের জার্সিতে এখনও পর্যন্ত ৪৭ এক দিনের ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন শার্দূল। ব্যাট হাতে ৩২৯ রানও করেছেন তিনি। তবে শেষবার ২০২৩ বিশ্বকাপে ভারতের হয়ে একদিনের ক্রিকেট খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ বিরতির পর ফের একবার দেশের জার্সিতে একদিনের ক্রিকেটে মাঠে নামা অতটা সহজ নাও হতে পারে তাঁর জন্য। ­

Advertisement