• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুরনিয়োগ মামলায় তারাতলা, লেকটাউনে হানা ইডির

উদ্ধার এক কোটি টাকার বেশি নগদ ও সোনা

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বুধবার ফের কলকাতায় অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদিন তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে এক কোটি টাকারও বেশি নগদ এবং বিপুল পরিমাণ গয়না উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লেকটাউনে তাঁর গুদাম থেকেও গয়না উদ্ধার করা হয়েছে। মঙ্গলবারও এই মামলায় বেলেঘাটা সহ কলাকতার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েছিল ইডি। শাসকদলের অভিযোগ, নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য সক্রিয়তা বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।
ইডি সূত্রে জানা গিয়েছে, তারাতলায় ওই ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকার মতো নগদ উদ্ধার হয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত টাকা গোনার কাজ চলছে। উদ্ধার হয়েছে গয়নাও। ওই ব্যবসায়ীর লেকটাউনে একটি গুদাম রয়েছে। সেখান থেকে কয়েক কেজি সোনা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি তাঁর বাড়ি থেকে বেশকিছু নথিপত্র ও ইলেকট্রনিক ডিভাইসও বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
কোথা থেকে এত টাকা ও গয়না ওই ব্যবসায়ী পেলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই বিপুল পরিমাণ নগদ অর্থের সঙ্গে পুর–নিয়োগ দুর্নীতি মামলার যোগ থাকতে পারে। এদিন বাগুইআটির কয়েকটি ঠিকানাতেও তল্লাশি চালানো হয়েছে। সেখান থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করা হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার বেলেঘাটা-সহ কলকাতার বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেলেঘাটার হেমচন্দ্র নস্কর রোডের একটি বাড়িতে এদিন সকাল থেকে অভিযান চালান ইডির ৬ জন আধিকারিক। ওই বাড়িটি দুই ভাই বিশ্বজিৎ চৌধুরী এবং রণজিৎ চৌধুরীর। বিশ্বজিৎ কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত আছে। অন্যদিকে রিয়েল এস্টেট ও নির্মাণ সংস্থার ব্যবসা আছে রণজিতের। যদিও এই দুই ভাই পুরনিয়োগ দুর্নীতি মামলায় কীভাবে জড়িয়েছেন তা স্পষ্ট করেনি ইডি। কয়েকদিন আগে পুরনিয়োগ মামলায় দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস ও তাঁর ছেলের রেস্তরাঁতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement

Advertisement