• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

কেনিয়ায় ভেঙে পড়ল বিমান, ১২ জনেরই মৃত্যুর আশঙ্কা

নাইরোবির কেনিয়া প্রদেশের মোমবাসার একটি ছোট শহর কোয়ালে কাউন্টিতে একটি বিমান দুর্ঘটনায় ১২ জনেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

নাইরোবির কেনিয়া প্রদেশের মোমবাসার একটি ছোট শহর কোয়ালে কাউন্টিতে একটি বিমান দুর্ঘটনায় ১২ জনেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। বিমানটি দিয়ানি ছেড়ে কিচওয়া টেম্বো-র দিকে উড়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় হিসেবে তখন কেনিয়ায় সকাল সাড়ে ৫টা। বিমানে ক্রু মেম্বার, পাইলট-সহ মোট ১২ জন ছিলেন। ভেঙে পড়ার পরই বিমানটিতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। দুর্ঘটনায় ১২ জনেরই মৃত্যুর আশঙ্কা রয়েছে। দেশের অসামরিক বিমান মন্ত্রক সূত্রেও এই দুর্ঘটনার খবর জানানো হয়। জানা গিয়েছে বিমানটির গন্তব্য ছিল মাসাইমারা।

কেনিয়া সিভিল অ্যাভিয়েশন অথরিটি তথা কেসিএএ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির রেজিস্ট্রেশন নম্বর ৫ ওয়াই-সিসিএ, কেনিয়ার দিয়ানি থেকে মাসাইমারার কিচওয়া টেম্বো যাওয়ার পথে কোয়ালে কাউন্টির সিম্বা গোলিনিতে ভেঙে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌছয় পুলিশ এবং এমার্জেন্সি সার্ভিসেস। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, বিমানটিকে ঘিরে আগুনের লেলিহান শিখা(দৈনিক স্টেটসম্যান সত্যতা যাচাই করেনি ) বিমানের বিভিন্ন ভাঙা অংশ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে।

Advertisement

কেনিয়ার অসমারিক বিমান মন্ত্রক জানিয়েছে, বিমানটি ভেঙে পড়ার কারণ এখনও অস্পষ্ট। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জরুরি সরকারি সংস্থাগুলোকে কোয়ালে কাউন্টির দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কী কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তার কারণ খতিয়ে দেখা হচ্ছে। যদিও খারাপ দৃশ্যমানতা এবং প্রতিকূল আবহাওয়াই এর সম্ভাব্য কারণ বলে সন্দেহ করা হচ্ছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বিমানে থাকা ১২ জনের কাউকেই তখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। ওই অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযানও ব্যাহত হয়।

Advertisement

সূত্রের খবর, বিমানটিতে সকলেই পর্যটক ছিলেন। অবতরণের ঘণ্টাখানেক আগেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি‌। জানা গিয়েছে, সংশ্লিষ্ট বিমান সংস্থাটি মোমবাসা থেকে কেনিয়ার প্রধান পর্যটনকেন্দ্রগুলি, যেমন মাসাইমারা এবং নাইরোবির মধ্যে পরিষেবা দিয়ে থাকে।

Advertisement