• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অধিনায়ক সূর্যকে ‘ভালো নেতা’ বলে আখ্যা দিলেন কোচ গৌতম গম্ভীর

অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের ক্রিকেটে সিরিজ হারাতে হয়েছে ভারতকে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে মধুর প্রতিশোধ নেওয়ার জন্য ভারত প্রস্তুত হচ্ছে।

অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের ক্রিকেটে সিরিজ হারাতে হয়েছে ভারতকে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে মধুর প্রতিশোধ নেওয়ার জন্য ভারত প্রস্তুত হচ্ছে। বলতে দ্বিধা নেই, অস্ট্রেলিয়া দল ভারতকে একটু চিন্তার মধ্যে রাখবে, তা বলতেই পারা যায়। পাশাপাশি, ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে শেষ সাতটি ম্যাচে সূর্যকুমার তাঁর ব্যাটে ৭২ রান করেছেন। কিন্তু এই রান যে কোনওভাবেই মেনে নিতে রাজি নন, কোচ গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে অধিনায়ক সূর্যকুমারের পাশে না দাঁড়িয়ে কোচ স্পষ্ট বলেছেন, আগামী দিনে তাঁর জায়গা কেমন হবে।

গত মাসে সূর্যকুমার যাদবের নেতৃত্বে এশিয়া কাপ জিতেছে ভারত। এ বার অস্ট্রেলিয়া সিরিজে জেতাও তাদের লক্ষ্য। কোচ গম্ভীর বলেছেন, ‘সত্যি বলতে, সূর্যের ফর্ম নিয়ে একটুও চিন্তিত নই আমি। সাজঘরে অতি আগ্রাসী মনোভাব বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। সেই দর্শন মেনে চললে ব্যর্থতা আসবেই। সমালোচনা এড়াতে সূর্য চাইলেই ৩০ বলে ৪০ রান করতে পারে। তবে একসঙ্গে বসে আমরা ঠিক করেছি, ব্যর্থ হলেও নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে পিছিয়ে আসব না।’

Advertisement

মানুষ এবং নেতা হিসেবে সূর্যের প্রশংসা করেছেন গম্ভীর। তিনি বলেছেন, ‘মানুষ হিসাবে সূর্যকুমার দারুণ। ভাল মানুষেরাই ভাল নেতা হয়। ও আমাকে নিয়ে অনেক ভাল ভাল কথা বলে ঠিকই, তবে আমার ভূমিকা হল শুধু ম্যাচের পরিস্থিতি ওকে বুঝিয়ে দেওয়া। এটা তোমারই দল। ওর খোলামেলা মানসিকতা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য একদম সঠিক। মাঠের বাইরে আপনি কেমন তার প্রভাব পড়ে মাঠে এবং সাজঘরে। গত দেড় বছরে সূর্য সেই পরিবেশটাকে দারুণ ভাবে ধরে রেখেছে।”

Advertisement

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দলের মধ্যে আরও ভাল করে ভয়ডরহীন মানসিকতা গড়ে তুলতে চেয়েছেন তিনি। এ ব্যাপারে তুলে ধরেছেন এশিয়া কাপ ফাইনালের কথাও। ভারতের কোচের কথায়, “সূর্যের সঙ্গে প্রথম কথায় একটা বিষয়ে রাজি হয়েছিলাম, আমরা হারতে ভয় পাব না। সফলতম কোচ হওয়ার কোনও ইচ্ছা আমার নেই। আমি চাই ভারত সবচেয়ে বেশি ভয়ডরহীন দল হোক।’

গম্ভীর আরও বলেন, “এশিয়া কাপ ফাইনালের মতো বড় ম্যাচের আগে ক্রিকেটারদের বলে দিয়েছিলাম, একটা ক্যাচ ফেললে, একটা খারাপ শট খেললে বা খারাপ বল করলে কোনও সমস্যা নেই। মানুষ ভুল করেই। সাজঘরে যে কথা হচ্ছে সেটাই আসল। সূর্য আর আমি একটা ব্যাপারে সব সময়ে সহমত হই, কখনও ভুল করা নিয়ে ভয় পাব না। যত বড় ম্যাচ, তত বেশি সাহসী ক্রিকেট খেলব। রক্ষণাত্মক মানসিকতা সব সময়ে বিপক্ষকে সুযোগ করে দেয়। যে প্রতিভা আমাদের দলে রয়েছে সেখানে ক্রিকেট খেলতে সমস্যা নেই।’

জোর গলায় বলতে পারা যায়, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব যে কোনও পরিস্থিতিকে মোকাবিলা করতে কখনওই পিছিয়ে যান না। এটাই দলের কাছে বড় হাতিয়ার। সতীর্থ খেলোয়াড়দের সবসময়ই তিনি সাহসী ভূমিকা নিয়ে খেলার জন্য উৎসাহিত করে থাকেন। সেই কারণেই আশা করা যেতেই পারে, একদিনের ক্রিকেটে ভারতের যে হারটা দেখা গিয়েছে, তা থেকে শিক্ষা নিতে পারা যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ভারতীয় দলকে ভালো জায়গায় পৌঁছে দেওয়া যায়। সেকথাই ভাবতে হবে অধিনায়ক সূর্যকুমার যাদবকে।

Advertisement