ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কুয়ালালামপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত ২২তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে বক্তৃতা প্রদান করেন। তিনি একুশ শতককে ভারতের ও আসিয়ানের যুগ হিসেবে ঘোষণা করে বলেন, ‘এই শতাব্দীতে ভারত ও আসিয়ান একত্রে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি গড়ে তুলবে।’
প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘ভারত ও আসিয়ান কেবল ভৌগোলিকভাবে নয়, বরং ইতিহাস, মূল্যবোধ এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষার দিক থেকেও একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। আমরা একসঙ্গে আঞ্চলিক উন্নয়ন এবং মানবসম্পদের বিকাশে কাজ করতে পারি।’ তিনি আরও বলেন, ‘ভারতের প্রাচ্য নীতি কার্যক্রমে আসিয়ান হল প্রধান স্তম্ভ। এই সহযোগিতা শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং পুরো ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।’
Advertisement
প্রসঙ্গত, এদিন সম্মেলনে প্রধান আলোচ্যসূচি ছিল আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সাংস্কৃতিক বিনিময়। সম্মেলনে পূর্ব তিমোরকে আসিয়ান-এর এগারোতম সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদী পূর্ব তিমোরকে আসিয়ানের নতুন সদস্য হিসেবে স্বাগত জানান এবং আঞ্চলিক ঐক্যের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘এটি আসিয়ান-এর সম্প্রসারণ এবং ঐক্যের প্রতীক।’
Advertisement
তিনি আরও উল্লেখ করেন, ‘ভারত ও আসিয়ান একত্রে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ মানুষের প্রতিনিধিত্ব করে। আমরা কেবল ভৌগোলিকভাবে নই, বরং সাধারণ মূল্যবোধ, ইতিহাস এবং আকাঙ্ক্ষার মাধ্যমে সংযুক্ত।’
উল্লেখ্য, এই সম্মেলনের সভাপতিত্ব করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, যিনি আসিয়ান অঞ্চলের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্রনেতারা আঞ্চলিক সহযোগিতা এবং যৌথ উদ্যোগকে শক্তিশালী করার বিষয়েও আলাপ-আলোচনা করেন।
Advertisement



