• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বেজিংয়ে ভারতীয় দূতাবাসে বসল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি

চিনের খ্যাতনামা ভাস্কর ইউয়ান শিকুনের তৈরি এই ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করা হয় শনিবার, এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে।

শুভম বোস

ভারত-চিন সাংস্কৃতিক বন্ধনের নতুন প্রতীক হিসেবে বেজিংয়ে ভারতীয় দূতাবাসে বসানো হল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। চিনের খ্যাতনামা ভাস্কর ইউয়ান শিকুনের তৈরি এই ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করা হয় শনিবার, এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত সেই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘সঙ্গমম’, ভারতীয় দার্শনিক ঐতিহ্য ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয় এই সভায়।

Advertisement

চিনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রদীপ রাওয়ত অনুষ্ঠানে মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, ‘প্রায় এক শতক আগে রবীন্দ্রনাথের চিন সফর ছিল দুই দেশের সম্পর্কের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁর মানবতাবাদী ভাবনা আজও দুই দেশের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতার সেতু রচনা করছে।’

Advertisement

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথের চিন সফরের সময়কার বন্ধুত্বের কথা। বিশেষ করে চিনা কবি শু ঝিমো এবং সমাজকর্মী লিয়াং কিচাওয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের উল্লেখ করেন তিনি। সেই ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতাতেই আজ বেজিংয়ে ভারতীয় দূতাবাসে রবীন্দ্রনাথের মূর্তি স্থাপন দুই দেশের সংস্কৃতি ও হৃদয়ের বন্ধনকে আরও মজবুত করবে বলে মত বিশেষজ্ঞদের।

Advertisement