• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দেগঙ্গায় যুবকের ক্ষতিবিক্ষত দেহ উদ্ধার

এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। মৃতের শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত মিলেছে।

এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। মৃতের শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। শনিবার সকালের এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। কী কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়।

মৃতের দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বাবলু কর্মকার। তাঁর বয়স ৪৭ বছর। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তিনি ও তাঁর মা বাড়িতে থাকতেন। বাবলুর বিয়ে হলেও তাঁর স্ত্রী সঙ্গে থাকেন না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বাবলু প্রতিদিনই মদ্যপান করতেন। তাঁর এক বন্ধু শুক্রবার মদ খেতে বাড়ি এসেছিলেন। তাঁরা ঘরে বসে মদ্যপান করছিলেন। পুলিশের অনুমান, মদ্যপান করার সময় কোনও কারণে দু’জনের মধ্যে ঝামেলা হয়। তারপরই তাঁকে খুন করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

Advertisement

এদিকে মৃতের পরিবার সূত্রে খবর, শনিবার সকাল থেকে বাবলুর সাড়া মিলছিল না। এরপর পরিবারের সদস্যরা দেখে্‌ রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন বাবলু। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের মা তরু কর্মকার জানিয়েছেন, ,বন্ধুদের কাউকে চিনি না। কী কারণে মারল তা জানি না।’

Advertisement