মাদক সন্ত্রাস মোকাবিলায় বড় সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন। বিশ্বের বৃহত্তম রণতরী জেনারেল ফোর্ডকে দক্ষিণ আমেরিকা মহাদেশ লাগোয়া সমুদ্রে পাঠানোর নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কাছে ভেনেজুয়েলার উপকূলে মার্কিন রণতরীটি থাকবে। মাদক পাচারচক্র ভেস্তে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে আমেরিকার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ভেনেজুয়েলা। সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দাবি, আমেরিকা যুদ্ধে উসকানি দিচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি মাদক পাচারকারীদের বেশ কয়েকটি জাহাজে বিমান হামলা চালায় মার্কিন সেনা। কয়েকজন পাচারকারীর মৃত্যুও হয়। একাধিক সংবাদমাধ্যমের দাবি, গত সেপ্টেম্বর মাস থেকে ক্যারিবিয়ান সাগরে অন্তত ছ’টি বিমানে হামলা চালায় মার্কিন সেনা। সেপ্টেম্বর মাসে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার একটি ট্রলারে হামলা চালায় তারা। এই আক্রমণে ১১ জনের মৃত্যু হয়। তাঁরা সকলেই ছিলেন ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ‘ট্রেন দে আরাগুয়া’র (টিডিএ) সদস্য। সেই সময় ট্রাম্প সমাজমাধ্যমে হুঁশিয়ারি দিয়েছিলেন, যাঁরা আমেরিকায় মাদক পাচার করার চেষ্টা করবে, তাঁরা যেন সাবধান হন।
Advertisement
শুক্রবার পেন্টাগনের মুখপাত্র সিয়েন পারনেল সমাজমাধ্যমে লিখেছেন, ‘মাদক পাচার মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জেনারেল আর ফোর্ডকে দক্ষিণ কমান্ড এলাকায় পাঠানো হচ্ছে।’ এতদিন ভূমধ্যসাগরে ছিল মার্কিন রণতরীটি। ট্রাম্পের নির্দেশের পর সেটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ লাগোয়া সমুদ্রের দিকে যাত্রা শুরু করেছে। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘ওরা নতুন যুদ্ধ শুরু করতে চাইছে। ওরা কথা দিয়েছিল, ভবিষ্যতে কখনও কোনও যুদ্ধে যোগ দেবে না। কিন্তু ওরা যুদ্ধই চাইছে।’
Advertisement
সূত্রের দাবি, ভেনেজুয়েলার উপকণ্ঠে ইতিমধ্যেই আটটি যুদ্ধবিমান, একটি পারমাণবিক ডুবোজাহাজ এবং একটি এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। মাদক পাচারকারীদের ঠেকাতেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ফোর্ড বিশ্বের বৃহত্তম রণতরী। এতে পাঁচ হাজারের বেশি নাবিক রয়েছেন। অন্তত ৯০টি যুদ্ধবিমান এই জাহাজ একাই বইতে পারে। অনেকেই মনে করছেন, ভেনেজুয়েলাকে পরোক্ষে কঠোর বার্তা দিতেই বিশ্বের বৃহত্তম রণতরী জেনারেল ফোর্ডকে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে ভূমধ্যসাগর থেকে রওনা দিলেও ঠিক কবে জেনারেল ফোর্ড ভেনেজুয়েলার উপকূলে পৌঁছোবে, এখনও স্পষ্ট নয়।
Advertisement



