আজ থেকে ছট পুজো শুরু। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। সকলকে ছট পুজোর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছটি মাইয়ার কাছে সকলের জন্য আশীর্বাদ প্রার্থনা করে এক্স হ্যান্ডলে সঙ্গীতশিল্পী শারদা সিনহার একটি গান শেয়ার করেছন।
শনিবার সকালে ছট পুজো নিয়ে একাধিক পোস্ট শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি পোস্টে তিনি লেখেন, ‘পবিত্র আচারের মাধ্যমে চারদিনের ছট উৎসব আজ শুরু হল। বিহার-সহ সমগ্র দেশের ভক্তদের আন্তরিক শুভেচ্ছা জানাই। যাঁরা উপবাস পালন করছেন, তাঁদের সকলকে শ্রদ্ধা ও নমস্কার।‘
Advertisement
ছট উৎসবের মাহাত্ম্য নিয়ে প্রধানমন্ত্রী লেখেন, ‘আমাদের সংস্কৃতির এই মহৎ উৎসব সরলতা এবং সংযমের প্রতীক। যার পবিত্রতা এবং নিয়মনিষ্ঠা অতুলনীয়। এই পবিত্র উৎসবে ছট ঘাটে যে দৃশ্যগুলি দেখা যায়, তা পারিবারিক এবং সামাজিক সম্প্রীতিকে অনুপ্রাণিত করে। আমাদের সমাজে ছটের প্রাচীন ঐতিহ্যের গভীর প্রভাব রয়েছে।‘
Advertisement
ছট পুজো প্রধানত বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশের পূর্বভাগে পালিত হয়। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তেও ছট উৎসব পালন করা হয়। নেপালের একাংশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয়রা এই উৎসব পালন করেন। ছট উৎসবের অন্যতম আকর্ষণ হল ছঠি মাইয়াকে উৎসর্গ করে রচিত গান। ছট পুজো সংক্রান্ত গান শেয়ার করার জন্য গতকাল এক্স হ্যান্ডলে সকলকে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Advertisement



