• facebook
  • twitter
Friday, 5 December, 2025

টাকার বিনিময়ে আমেরিকাকে পরমাণু শক্তি তুলে দিয়েছিলেন মুশারফ, দাবি প্রাক্তন সিআইএ-র

ভারতের সঙ্গে পাকিস্তানের পরমাণু যুদ্ধের আশঙ্কা অনেকটাই কম

সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি-এর প্রাক্তন অফিসার জন কিরিয়াকু এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানান, প্রয়াত প্রাক্তন জেলারেল পারভেজ মুশারফকে কার্যত কিনে রেখেছিল আমেরিকা। লক্ষ লক্ষ ডলার পাকিস্তানে ঢালা হয়েছিল।  কিরিয়াকুর দাবি, মুশাররফ দ্বৈত খেলা খেলতেন। একদিকে তিনি সন্ত্রাস দমনে আমেরিকার পাশে থাকার ভান করতেন, অন্যদিকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ চলতে দিতেন।

সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, জন কিরিয়াকু বলেছেন যে ২০০২ সালে যখন তিনি পাকিস্তানে নিযুক্ত ছিলেন, তখন তাকে জানানো হয়েছিল যে পেন্টাগন পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগার নিয়ন্ত্রণ করত এবং পারভেজ মুশাররফ এই নিয়ন্ত্রণ আমেরিকার হাতে তুলে দিয়েছিলেন কারণ তিনি আশঙ্কা করেছিলেন যে এটি সন্ত্রাসীরা হস্তগত করতে পারে। তাঁর দাবি, সামরিক ও অর্থনৈতিক সাহায্য বাবদ ওয়াশিংটন পাকিস্তানকে লক্ষ লক্ষ ডলার  দিত এবং মুশাররফের সঙ্গে নিয়মিত বৈঠক করত। ফলে ভারতের সঙ্গে পাকিস্তানের পরমাণু যুদ্ধের আশঙ্কা অনেকটাই কম।

Advertisement

সিআইএ-র গুপ্ত তথ্য ফাঁস করার অভিযোগে ২০১২ সালে কিরিয়াকুকে গ্রেফতার করেছিল মার্কিন সরকার। ৩০ মাস জেল ও খাটতে হয় তাঁকে। কিরিয়াকু পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং তার স্বামী আসিফ আলি জারদারির দুর্নীতি নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, বেনজির যখন দুবাইয়ে নির্বাসনে ছিলেন, তখন তিনি সেখানে উপসাগরের পাড়ে একটি ৫ মিলিয়ন ডলারের প্রাসাদে থাকতেন।

Advertisement

কিরিয়াকু প্রশ্ন তোলেন, যখন সাধারণ পাকিস্তানিরা জুতো বা খাবার পাচ্ছে না, তখন এই নেতারা কীভাবে এত বিলাসবহুল জীবন যাপন করে দেশের মানুষের মুখের দিকে তাকান?

Advertisement