পার্ক স্ট্রিটে এক অভিজাত হোটেল থেকে উদ্ধার হল এক যুবকের পচাগলা দেহ। শুক্রবার সকালে রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলের ঘরের বক্সখাট খুলতেই মেলে ওই দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রাথমিক অনুমান, হোটেলের ঘরেই খুন করা হয় যুবককে, তারপর দেহ লুকিয়ে রাখা হয় বক্স খাটের মধ্যে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাহুল লাল। পিকনিক গার্ডেন এলাকায় মামার সঙ্গে থাকতেন তিনি। গত ২২ অক্টোবর বিকেল পাঁচটা নাগাদ তিন জন যুবক ওই হোটেলে ঘর ভাড়া নেন কয়েক ঘণ্টার জন্য। ভাড়া নেওয়ার কিছুক্ষণের মধ্যেই এক জন হোটেল ছেড়ে বেরিয়ে যান। পরে রাতে তিনি আবার ফিরে এসে আর এক জনের সঙ্গে হোটেল ছেড়ে চলে যান। তৃতীয় যুবক অর্থাৎ রাহুলকে আর দেখা যায়নি।
শুক্রবার সকালে নতুন এক আবাসিক ওই ঘর বুক করলে, তালা খুলতেই নাকে আসে তীব্র পচা গন্ধ। তিনি বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে কর্মীরা বক্সখাট খুলে দেখেন, ভিতরে এক যুবকের দেহ। খবর দেওয়া হয় পুলিশে। পার্ক স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
পুলিশের প্রাথমিক অনুমান, যেদিন রুম ভাড়া নেওয়া হয়েছিল, সেই দিনই রাহুলকে খুন করা হয়। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য অপেক্ষা করা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্টের। মৃতের সঙ্গে আসা দুই সঙ্গীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘরে তাঁরা মদ্যপান করেছিলেন বলেও তথ্য পেয়েছে পুলিশ। পাশাপাশি, হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা।
এক পুলিশ আধিকারিক বলেন, ‘এটি খুন না অন্য কোনও ঘটনা, তা এখনই নিশ্চিত নয়। তবে রাহুলের মোবাইল ও কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।’ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
চাঞ্চল্যকর এই ঘটনায় পার্ক স্ট্রিটে নেমেছে আতঙ্কের ছায়া। শহরের কেন্দ্রস্থলে এমন ঘটনা প্রকাশ্যে আসায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।
Advertisement