• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারত তাড়াহুড়ো করে বাণিজ্য চুক্তি করে না, ট্রাম্পকে বার্তা পীযূষ গোয়েলের

গোয়েল জানান, ভারত এই দাবি অস্বীকার করেছে এবং যুক্তরাষ্ট্রের শুল্ককে ‘অন্যায় এবং অযৌক্তিক’ হিসেবে উল্লেখ করেছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ‘বার্লিন সংলাপ’-এ অংশগ্রহণকালে স্পষ্ট করে বলেছেন, ‘ভারত তাড়াহুড়ো করে বা চাপের মধ্যে পড়ে বাণিজ্য চুক্তি করে না’। গোয়েল জানান, ভারত ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে সক্রিয়ভাবে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা চালাচ্ছে। তবে কোনও চুক্তির ক্ষেত্রে তাড়াহুড়ো বা সময়সীমা চাপের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে না।

মন্ত্রী আরও বলেছেন, ‘বাণিজ্য চুক্তি কেবল শুল্ক বা পণ্য ও পরিষেবার প্রবেশাধিকার নিয়ে নয়, এটি বিশ্বাস ও দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ভারত সবসময় দীর্ঘমেয়াদী ও ন্যায্য চুক্তির দিকে নজর রাখে।’ তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের প্রেক্ষিতে ভারত নতুন বাজারের সন্ধান করছে এবং কোনও দেশের চাপের কাছে মাথা নত করবে না।

Advertisement

গোয়েল বলেন, ‘ভারত কখনোই জাতীয় স্বার্থ ছাড়া অন্য কারও অনুরোধে চুক্তি করে না। যদি কেউ বলেও যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করা যাবে না বা কেনিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করা যাবে না, আমরা তা মেনে নেব না। প্রতিটি সিদ্ধান্ত দীর্ঘমেয়াদের ভিত্তিতে নেওয়া হয়।’

Advertisement

এই মন্তব্য করেছেন সেই সময়ে, যখন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে ভারতকে চাপ দিচ্ছে। গোয়েল জানান, ভারত এই দাবি অস্বীকার করেছে এবং যুক্তরাষ্ট্রের শুল্ককে ‘অন্যায় এবং অযৌক্তিক’ হিসেবে উল্লেখ করেছে। তিনি যোগ করেন, ‘বাণিজ্য চুক্তি কেবল বর্তমান সমস্যার সমাধান নয়। বরং এটি বিশ্বাস ও দ্বিপাক্ষিক সম্পর্কেরও প্রতিফলন।’

গোয়েল জানান, ভারত ও যুক্তরাষ্ট্র এই বছরের মার্চ মাস থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। এ পর্যন্ত পাঁচ দফা আলোচনা সম্পন্ন হয়েছে এবং উভয় পক্ষই আশা করছে, ন্যায্য ও দীর্ঘমেয়াদী সমঝোতায় পৌঁছবে।

Advertisement