• facebook
  • twitter
Friday, 5 December, 2025

যোগীরাজ্যে কুপিয়ে খুন সাংবাদিককে, হোটেলের সামনে প্রকাশ্য রাস্তায় হামলা

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধীদের খোঁজে অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতেই পুলিশের তল্লাশিতে ধরা পড়ে খুনের মূল অভিযুক্ত বিশাল।

যোগীরাজ্যে ফের বাকস্বাধীনতার উপর আঘাত। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে খুন হন এক বর্ষীয়ান সাংবাদিক। প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করা হয় সাংবাদিককে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াগরাজের একটি হোটেলের সামনে আচমকাই দুষ্কৃতীরা হামলা চালায় তাঁর উপর। এলোপাথাড়ি ছুরির কোপে রাস্তায় লুটিয়ে পড়েন সাংবাদিক। এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  চিকিৎসা শুরু হলেও শেষ রক্ষা হয়নি।  গভীর রাতে চিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

প্রয়াত সাংবাদিকের নাম লক্ষ্মী নারায়ণ সিং ওরফে পাপ্পু, বয়স ৫৪। প্রয়াগরাজের সিভিল লাইনস এলাকার হোটেল হর্ষের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি, কিছু বুঝে ওঠার আগেই আচমকা অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা তাঁর পেটে একাধিকবার ধারালো অস্ত্রের আঘাত করেছে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে স্বরূপ রানি নেহরু হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকেই থমথমে এলাকা। ছড়িয়েছে আতঙ্কও।  প্রয়াগরাজ পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, দুই অভিযুক্তকে চিহ্নিত করা গেছে।

Advertisement

কেন এমন মর্মান্তিক পরিণতি ঘটল ৫৪ বছর বয়সি সাংবাদিকের, তা এখনও স্পষ্ট নয়। খুনের কারণ খতিয়ে দেখতে হিমশিম খাচ্ছে পুলিশ। অ্যাডিশনাল ডেপুটি কমিশনার পুষ্কর ভার্মা জানিয়েছেন, নিহত সাংবাদিক পাপ্পু হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট অশোক সিংয়ের ভাইপো ছিলেন। পরিবারের সদস্যরা ন্যায়বিচারের দাবি জানিয়ে খুনিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার রাতেই পুলিশের তল্লাশিতে ধরা পড়ে খুনের মূল অভিযুক্ত বিশাল। পালানোর সময় এনকাউন্টারে তার পায়ে তিনটি গুলি লাগে। বর্তমানে অভিযুক্ত বিশাল হাসপাতালে ভর্তি রয়েছেন। পাশাপাশি আরও দুই সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

Advertisement