• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্যের অভিযোগে ভারতের তিন সংস্থার উপর নিষেধাজ্ঞা ইইউ-র

ভারতের তিনটি সংস্থা ছাড়াও মোট ৪৫টি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে ভারতীয় সংস্থা। এই অভিযোগে ভারতের তিনটি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল ইউরোপিয়ান ইউনিয়ন। ভারতের তিনটি সংস্থা ছাড়াও মোট ৪৫টি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ।

বৃহস্পতিবার ইউরোপিয়ান ইউনিয়ন একটি বিবৃতি জারি করে জানিয়েছে,  ড্রোন, মাইক্রোইলেক্ট্রনিক্স  অত্যাধুনিক কম্পিউটার ইত্যাদি সরঞ্জাম সরবরাহ করে সরাসরি রাশিয়াকে যুদ্ধে সাহায্য করছে ওই সংস্থাগুলি। তাই তাদের নিষিদ্ধ  করা হল বলে জানানো হয়েছে। এই ৪৫ টি সংস্থার মধ্যে অধিকাংশ রাশিয়ার, ১২ টি চিন ও হংকংয়ের এবং ৩টি ভারতের। এই নিষেধাজ্ঞা নিয়ে নয়াদিল্লির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

নিষেধাজ্ঞার তালিকায় থাকা ভারতীয় সংস্থাগুলি হল, এরোট্রাস্ট এভিয়েশন প্রাইভেট লিমিটেড, অ্যাসেন্ড এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং শ্রী এন্টারপ্রাইজেস। এছাড়াও থাইল্যান্ডের দু’টি সংস্থাকে নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে। তবে এই সংস্থাগুলি ঠিক কীভাবে রাশিয়াকে সাহায্য করেছে, সেই নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি।

Advertisement

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে বারবার সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন,  তেল কিনে  ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে মদত দিচ্ছে ভারত। সেই কারণ দেখিয়ে ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও চাপান মার্কিন প্রেসিডেন্ট। এরপরই নিষেধাজ্ঞা জারি করল ইউরোপিয়ান ইউনিয়ন। বৃহস্পতিবার একটি বিবৃতিতে ইইউ জানিয়েছে, ‘ড্রোন, মাইক্রোইলেকট্রনিকস, অত্যাধুনিক কম্পিউটার ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে ৪৫টি সংস্থা রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে সাহায্য করছে। রাশিয়াকে সরাসরি সমর্থন করার কারণেই এই সংস্থাগুলিকে নিষিদ্ধ করা হল।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিো কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনের সঙ্গে কথা বলেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারত সফরে এসেছিলেন উরসুলা ভন। উরসুলা জানিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর পথে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও জানান তিনি। তারপরেও বৃহস্পতিবার ভারতের তিন সংস্থাকে নিষিদ্ধ করল ইউরোপিয়ান ইউনিয়ন।

 

 

Advertisement