• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ভারতীয় সেনার পদাতিক ব্যাটালিয়নের সঙ্গে এবার যুক্ত হবে ‘অশ্বিনী’ ড্রোন প্ল্যাটুন এবং ‘ভৈরব’ কমান্ডো বাহিনী

প্রাথমিকভাবে প্রস্তুত করা হচ্ছে পাঁচটি ব্যাটালিয়ন। প্রতি ব্যাটালিয়নে থাকবেন ২৫০ জন বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত সেনা।  

সীমান্তে শত্রুদের হামলার মোকাবিলা করতে ভারতীয় সেনা এবার যুদ্ধকৌশলে উল্লেখযোগ্য পরিবর্তন আনছে। সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়নের ক্ষেত্রে আনা হচ্ছে অনেক বদল। পদাতিক বাহিনীর গঠনকৌশল যেমন পরিবর্তন করা হচ্ছে তেমনই বদলানো হচ্ছে যুদ্ধের সাজসরঞ্জাম এবং অস্ত্রভান্ডারও। সেনাবাহিনী সূত্রে খবর, আগামী কিছু মাসের মধ্যে  ভারতীয় সেনার ৩৮২টি পদাতিক বাহিনীতে যোগ করা হবে ‘অশ্বিনী’ ড্রোন প্ল্যাটুন এবং ‘ভৈরব’ কমান্ডো বাহিনীর একটি করে ইউনিট। অপারেশন সিঁদুরের পর চিন এবং পাকিস্তানের সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করার উদ্দেশে ভারতীয় সেনা তৈরি করেছে ‘ভৈরব’ কমান্ডো ব্যাটালিয়ন। প্রাথমিকভাবে প্রস্তুত করা হচ্ছে পাঁচটি ব্যাটালিয়ন। প্রতি ব্যাটালিয়নে থাকবেন ২৫০ জন বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত সেনা।

পদাতিক বাহিনীর ডিরেক্টর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমার বুধবার জানিয়েছেন, এই ‘ভৈরব’ কমান্ডো ব্যাটালিয়নগুলিতে নিয়ে আসা হচ্ছে সিগন্যাল, এয়ার ডিফেন্স এবং পদাতিক বাহিনীর জওয়ান এবং আধিকারিকদের। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) যে ব্যাটালিয়নগুলিকে মোতায়েন করা হয়েছিল তাদের সঙ্গে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ‘ঘাতক’ বাহিনীকে যোগ করে আগেই সাফল্য পেয়েছে ভারতীয় সেনা। এই কারণেই পদাতিক বাহিনীর ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আনা হচ্ছে।

Advertisement

পদাতিক বাহিনীর অস্ত্রসম্ভারে আগে থেকেই মজুত ছিল অ্যাসল্ট রাইফেল, হালকা মেশিনগান এবং মর্টার। এবার তার সঙ্গে এই অস্ত্রভান্ডারে যোগ করা হচ্ছে রকেট লঞ্চার, ভারী মেশিনগান, ট্যাঙ্ক এবং অন্যান্য বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, । পুরোনো রেডিয়ো তরঙ্গের পরিবর্তে এবার  ব্যবহার করা হবে আধুনিক সফ্‌টওয়্যারচালিত যোগাযোগ ব্যবস্থা। এছাড়াও সীমান্ত এলাকায় নজরদারি, শত্রুসেনার আক্রমণ প্রতিরোধ এবং পাল্টা হামলা চালানোর ক্ষেত্রে আরও দক্ষতা অর্জন করতে প্রতিটি পদাতিক ব্যাটালিয়নের সঙ্গে যোগ করা হবে ‘অশ্বিনী’ ড্রোন বাহিনীর একটি করে প্ল্যাটুন।

Advertisement

Advertisement