• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দিল্লি-বিহার পুলিশের যৌথ অভিযানে চার দুষ্কৃতী নিহত

দিল্লিতে পুলিশের গুলিতে মৃত্যু চার দুষ্কৃতীর। দিল্লি ও বিহার পুলিশের অভিযানেই মৃত্যু হয়েছে বিহারের কুখ্যাত ‘সিগমা গ্যাং’-এর চার গ্যাংস্টারের।

প্রতীকী চিত্র

দিল্লিতে পুলিশের গুলিতে মৃত্যু হল চার দুষ্কৃতীর। দিল্লি ও বিহার পুলিশের যৌথ অভিযানে মৃত্যু হয়েছে বিহারের কুখ্যাত ‘সিগমা গ্যাং’-এর চার গ্যাংস্টারের। নিহতদের মধ্যে গ্যাংয়ের প্রধান রঞ্জন পাঠকও রয়েছে। তাঁদের খোঁজ দিতে পারলে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে ঘোষণা করেছিল পুলিশ। সংঘর্ষস্থল থেকে একাধিক অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, এই অভিযান ‘সিগমা গ্যাং’য়ের কোমর ভেঙে দিয়েছে। এখন গ্যাংয়ের বাকি সদস্যদের খোঁজে অভিযান চলছে।

নিহতদের নাম – রঞ্জন পাঠক (২৫), বিমলেশ মাহতো (২৫), মণীশ পাঠক (৩৩) ও অমন ঠাকুর (২১)। তাঁদের দলের মূল পাণ্ডা মণীশ পাঠক। নিহতদের বিরুদ্ধে বিহারজুড়ে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করার অভিযোগ ছিল। বিহারের বিভিন্ন এলাকায় খুন, ডাকাতি, তোলাবাজির সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, বুধবার মধ্যরাতে পুলিশ গ্যাং সদস্যদের গাড়ি থামাতে গেলে তাঁরা গুলি চালায়। পাল্টা জবাব দেয় পুলিশ। দু’পক্ষের গুলি লড়াইয়ে চার দুষ্কৃতী গুরুতর জখম হয়। রোহিণীর বাবা সাহেব আম্বেদকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।

Advertisement

দিল্লি পুলিশ সূত্রে খবর, বুধবার রাত প্রায় ২টা ২০ মিনিট নাগাদ রোহিণীর বাহাদুর শাহ মার্গে ড. আম্বেদকর চক থেকে পাঁসালি চক পর্যন্ত এলাকায় এনকাউন্টারটি হয়। দীর্ঘদিন ধরে বিহারের সীতামারি ও আশপাশের জেলাগুলিতে এই গ্যাং সক্রিয় রয়েছে। পুলিশের নজর এড়াতে সম্প্রতি গ্যাংয়ের সদস্যরা দিল্লিতে ঘাঁটি গেড়েছিলেন। গ্যাংয়ের নেতা রঞ্জন পাঠক নিয়মিত সমাজ মাধ্যমে অডিও বার্তা ও ভিডিও পোস্ট করে পুলিশের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেন।

Advertisement

Advertisement