• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অরুণাচলে ভারতীয় সেনার সঙ্গে এনকাউন্টারে নিহত নিষিদ্ধ গোষ্ঠী আলফার ১ সদস্য

৬ মাইলের লেকাং খাম্পতি এলাকায় ৬ থেকে ৭ জন আলফা(আই) ক্যাডার আত্মগোপন করে রয়েছে, এমনই খবর পায় অসম রাইফেলস্ ।

অসম রাইফেলস

অরুণাচল প্রদেশের নামসাইয়ে অসম রাইফেলস্ এবং ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে আলফা জঙ্গি দমনে বিশেষ অভিযান চালানো হলে ১ জন আলফা(আই) মিলিট্যান্ট নিহত হয়। জানা গিয়েছে, নিরাপত্তা বাহিনী এবং আলফা জঙ্গিদের তীব্র গুলির লড়াই চলে মঙ্গলবার রাতে। নামসাই জেলার নামসাই থানার অধীন ৬ মাইল এলাকায় এই গুলির লড়াই চলে। জানা গিয়েছে, যখন অসম রাইফেলস্-এর টিম জঙ্গিদের খোঁজে নামসাইয়ের নির্দিষ্ট জায়গাটিতে পৌঁছয়, তখন আলফা ক্যাডাররা তাদের উপর গুলি চালাতে শুরু করে। এর প্রত্যুত্তরে প্রতিশোধ নেয় অসম রাইফেলস্ও। গুলির লড়াইয়ের মধ্যেই একজন সন্দেহভাজন আলফা (আই) মিলিট্যান্ট নিহত হয়। বাকিরা সেই এলাকা ছেড়ে পালিয়ে যায়।

জানা গিয়েছে, ৬ মাইলের লেকাং খাম্পতি এলাকায় ৬ থেকে ৭ জন আলফা(আই) ক্যাডার আত্মগোপন করে রয়েছে, এমনই খবর পায় অসম রাইফেলস্ । সেই তথ্যের ভিত্তিতে, অভিযান চালানো হয়। সূত্রের আরও খবর , এই সন্দেহভাজন আলফা(আই) মিলিট্যান্টদের গোষ্ঠীটি সেই সেই গোষ্ঠীরই আংশ যারা গত সপ্তাহে পূর্ব আসামের তিনসুকিয়া জেলার কাকোপাথার- সেনা ক্যাম্পে আক্রমণ চালিয়েছিল। 
 
গুয়াহাটিতে প্রতিরক্ষা বিভাগের তরফে লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত এক বিবৃতিতে ঘটনার সত্যতার কথা জানিয়েছেন। বুধবার ভোরে ওই জঙ্গির দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, নিহত জঙ্গি আলফা (আই)-র স্বঘোষিত ‘সার্জেন্ট মেজর’ ইওন অ্যাক্সম। 
 
এলাকায় একটি চপার, দ্রোন এবং ট্র্যাকার ডগস ব্যবহার করে বিশাল অভিযান চলছে। সেখানে জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই চলেছিল, সেখানে থেকে একটি এইচকে সিরিজ অটোমেটির রাইফেল, ১টি গ্রেনেড ও ৩টি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
 

প্রসঙ্গত, কয়েকদিন আগেই মায়ানমারের সাগিয়াং-এ সোমবার গভীর রাতে ড্রোন হামলা চালিয়ে জঙ্গিগোষ্ঠী এনএসসিএন (খাপলাং-ইউংআং)-এর কয়েকটি শিবির ধ্বংস করে ভারতীয় সেনা। যদিও সরকারি তরফে এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। অসমে দীর্ঘদিন ধরেই সক্রিয় আলফা গোষ্ঠী। এই সংগঠনটিকে কেন্দ্রীয় সরকার ১৯৯০ সালে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। এই গোষ্ঠী মূলত আদিবাসী অসমিয়াদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে আসছে।

Advertisement

Advertisement