• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মুখ খুললেন সূর্যকুমার

মনে করা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কও করা হতে পারে গিলকে। সূর্যর পারফরম্যান্সও সাম্প্রতিক সময়ে প্রশ্নের মুখে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

এশিয়া কাপে শুভমন গিলকে দলেই চাননি ভারতীয় দলে অধিনায়ক সূর্যকুমার যাদব। কোচ গৌতম গম্ভীরের অঙ্গুলিহেলনেই দলের সহ-অধিনায়ক হন শুভমান গিল। এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। আসলে গিলের আগে সহ-অধিনায়ক ছিলেন অক্ষর প্যাটেল। হঠাৎ কেন অক্ষরকে সরানো হল? সেই বিতর্ক থামলেও জানা যাচ্ছে, গিলকে এশিয়া কাপের দলেই চাননি অধিনায়ক সূর্যকুমার। তাহলে কীভাবে গিল সুযোগ পেলেন?

২০২৪-র জুলাই মাসের পর সোজা এশিয়া কাপের সহ-অধিনায়ক। টুর্নামেন্টে ছন্দে ছিলেন না গিল। ৭ ইনিংসে ১২৭ রান করেন। তবে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে কয়েকটি ঝোড়ো ইনিংস খেলেছেন। গিলকে ওপেনে খেলানোর জন্য সঞ্জু স্যামসনকে নিচে ব্যাট করতে হয়েছে। শ্রেয়স আইয়ার স্কোয়াডেই ছিলেন না। একটি মাত্র ম্যাচ ছাড়া প্রথম একাদশে জায়গা হয়নি রিঙ্কু সিংয়ের।
গিলকে নির্বাচকরা সব ফরম্যাটের গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে দেখছেন। দল ঘোষণার কিছুক্ষণ আগে নাকি গিলের বিষয়ে সিদ্ধান্ত সূর্যকে জানানো হয়।

Advertisement

মনে করা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কও করা হতে পারে গিলকে। সূর্যর পারফরম্যান্সও সাম্প্রতিক সময়ে প্রশ্নের মুখে। বিশেষ করে অধিনায়ক হওয়ার পর থেকেই সেটা আরও চোখে পড়ছে। এশিয়া কাপে দুজনের কেউই রান পাননি। সূর্য বলছেন, ‘আমি খুশি যে গিল এখন দুটি ফরম্যাটের অধিনায়ক। ও খুব ভালো নেতৃত্ব দিচ্ছে। সত্যি কথা বলতে, সবার মনেই ভয় আছে। কিন্তু এই ধরনের ভয় আমাকে সাহস দিয়ে থাকে।’

Advertisement

Advertisement