• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

চিনকে ফের সাবধান করলেন ট্রাম্প, বাণিজ্য চুক্তি না হলে ১৫৫ শতাংশ হারে শুল্কের হুঁশিয়ারি

ট্রাম্পের দাবি, ১ নভেম্বরের মধ্যে চিনের সঙ্গে আমেরিকার চুক্তি না হলে চিনকে ১৫৫ শতাংশ হারে শুল্ক দিতে হবে

প্রতিনিধিত্বমূলক চিত্র

ফের চিনকে শুল্ক চাপানোর চোখ-রাঙানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকার সঙ্গে সমঝোতায় না এলে এবার চিনের উপর আরও ১০০ শতাংশ হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, ১ নভেম্বরের মধ্যে চিনের সঙ্গে আমেরিকার চুক্তি না হলে চিনকে ১৫৫ শতাংশ হারে শুল্ক দিতে হবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকের সময় হোয়াইট হাউসে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, বেজিং ওয়াশিংটনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা চিনা পণ্যের উপর ৫৫ শতাংশ হারে শুল্ক দিচ্ছে।তাঁর কথায়, ‘আমি মনে করি চিন আমাদের প্রতি খুবই শ্রদ্ধাশীল। তারা আমাদের শুল্কের মাধ্যমে প্রচুর পরিমাণে অর্থ প্রদান করছে। আপনারা জানেন, তারা ৫৫ শতাংশ হারে শুল্ক দিচ্ছে ; এটা অনেক টাকা।’

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন যে, ‘অনেক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা নিয়েছে এবং তারা এখন আর সুবিধা নিতে পারছে না। চিন ৫৫ শতাংশ দিচ্ছে । ১ নভেম্বর থেকে যদি আমরা একটি চুক্তি না করি, তবে তারা সম্ভাব্য ১৫৫ শতাংশ হারে শুল্ক দেবে।’ তিনি আরও বলেন, ‘আমি প্রেসিডেন্ট শি-র সঙ্গে দেখা করব। আমাদের সম্পর্ক খুব ভাল। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোরিয়ায় আমরা দেখা করব। আমার মনে হয়, একটি উপায় বের হবে, যাতে দুই দেশেরই উপকার হয়।’

Advertisement

প্রসঙ্গত, চলতি মাসের শেষে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে ট্রাম্পের পূর্ব নির্ধারিত বৈঠক রয়েছে। সেই বৈঠকের আগেই চিনের উপর আবার চাপ বাড়ালেন ট্রাম্প। চিন বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর না করলে আরও ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

এই বাণিজ্য চুক্তির অন্যতম শর্ত হল, চিনকে আমেরিকার চাহিদা মতো বিরল খনিজ সরবরাহ করতে হবে। যদিও এই বিষয়ে ইতিমধ্যেই কঠোর মনোভাব নিয়েছে বেজিং। তারা মিত্র দেশগুলিকেও জানিয়ে দিয়েছে, এই বিষয়ে আমেরিকাকে কোনওরকম সুবিধে দেওয়া যাবে না। এই পরিস্থিতিতে ট্রাম্পের এই হুঁশিয়ারি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement