• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বিএলও–দের সঙ্গে গ্রামে যাওয়ার বার্তা সাংসদের

বুথ লেভেল অফিসাররা গ্রামে গেলে দলীয় কর্মীদেরও তাঁদের সঙ্গে যাওয়ার বার্তা দিয়েছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী

তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

বুথ লেভেল অফিসাররা গ্রামে গেলে দলীয় কর্মীদেরও তাঁদের সঙ্গে যাওয়ার বার্তা দিয়েছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। রাজ্যে এসআইআর নিয়ে বিতর্কের আবহে এই মন্তব্য করেছেন তিনি। বাঁকুড়ার সিমলাপালের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এই মন্তব্য করেছেন সাংসদ। পাল্টা বিজেপির দাবি, কোনওভাবে জোর জবরদস্তি করা যাবে না। না হলে কেন্দ্রীয় বাহিনীর গুলি, ডান্ডাও চলতে পারে।
এদিন সাংসদ জানিয়েছেন, বিএলওরা গ্রামে গেলে তৃণমূল কর্মীরাও যেন তাঁদের সঙ্গে যান। গ্রামে কোনও ব্যক্তি অনুপস্থিত থাকলে তাঁর ফর্ম পূরণ করে দেওয়ার জন্য দলের কর্মীদের অনুরোধ করেন তিনি। বিভিন্ন গ্রামে ও পাড়ায় নাগরিক কমিটি গঠন করে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলন গড়ে তোলার নির্দেশ দিয়েছেন অরূপ চক্রবর্তী।
বিহারের পর বাংলাতেও হতে চলেছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর। প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রথম থেকেই এসআইআর–এর বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি, দেশের একজন নাগরিকের নামও যেন এসআইআর–এর জন্য ভোটার তালিকা থেকে বাদ না যায়। এবার এই ইস্যুতে তৃণমূল কর্মীদের নিদান দিয়েছেন অরূপ।
অরূপের বক্তব্যের পাল্টা হিসেবে বিজেপি জানিয়েছে, নির্বাচন কমিশনের কাজে তৃণমূল বাধা দিতে এলে জবাব পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। কেন্দ্রের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার জানিয়েছেন, বিএলও শুধু জেলা প্রশাসনের অধীনে এমনটা ভাবা ভুল হবে। জেলা প্রশাসন-সহ গোটা প্রশাসনটাই নির্বাচন কমিশনের অধীনে। তৃণমূল যেন মস্তানি না করেন সেই বার্তা দিয়েছেন সুভাষ।
মস্তানি করলে কেন্দ্রীয় বাহিনীর গুলি, ডান্ডাও চলতে পারে বলে হুঁশিয়ারি তাঁর।

Advertisement

Advertisement