• facebook
  • twitter
Friday, 5 December, 2025

১৫ বছরে এই প্রথমবার বিহারে কমল মহিলা ভোটার

বিহারে এখন মোট ভোটার ৭.৪৩ কোটি। এর মধ্যে পুরুষ ৩.৯২ কোটি, মহিলা প্রায় ৩.৫ কোটি, আর তৃতীয় লিঙ্গের ভোটার ১,৭২৫ জন।

ফাইল ছবি।

নির্বাচন কমিশনের নতুন তালিকা অনুযায়ী বিহারে এখন মোট ভোটার ৭.৪৩ কোটি। এর মধ্যে পুরুষ ৩.৯২ কোটি, মহিলা প্রায় ৩.৫ কোটি, আর তৃতীয় লিঙ্গের ভোটার ১,৭২৫ জন।

এই তালিকায় দেখা যাচ্ছে, প্রতি ১০০০ জন পুরুষে মহিলা ভোটারের সংখ্যা এখন ৮৯২। অর্থাৎ, আগের চেয়ে অনুপাত কমেছে। ২০২০ সালে এই হার ছিল ৮৯৯, এমনকি ২০২৪ সালের লোকসভা ভোটের সময় তা ৯০৭-এ পৌঁছেছিল। ফলে এবার প্রতি ১০০০ পুরুষে ৭ জন কম মহিলা ভোটার দেখা গেছে।

Advertisement

বিহারের ৩৮টি জেলার মধ্যে ৩২টির তথ্য প্রকাশ করা হয়েছে, তার মধ্যে ১৫টি জেলায় মহিলা ভোটারের অনুপাত কমেছে। সবচেয়ে বেশি ব্যবধান দেখা গেছে চম্পারনে (প্রতি ১০০০ পুরুষে ৮৭২ মহিলা), আর সবচেয়ে কম ব্যবধান ভাগলপুরে (৯৩৯ মহিলা)।

Advertisement

২০০৫ সালে নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হওয়ার পর মহিলাদের উন্নয়নমূলক নানা প্রকল্প চালু হয়, ফলে দীর্ঘদিন মহিলা ভোটার বাড়ছিল। কিন্তু এবার সেই ধারা থেমে গেছে। এই বছর নতুন করে যোগ হওয়া ভোটারদের মধ্যে মাত্র ১৭.৯৩% মহিলা—যেখানে ২০২০ সালে তা ছিল ৫৩.৫১%।

২০১১ সালের জনগণনায় বিহারের নারী-পুরুষ অনুপাত ছিল ৯১৮:১০০০। এখন ভোটার তালিকায় সেটি আরও কমে ৮৯২:১০০০ হয়েছে। বর্তমানে বিহারের মোট ভোটারের ৪৭.০৫% নারী।

শাসকদল জেডিইউ মনে করছে, এতে নির্বাচনে বড় প্রভাব পড়বে না, কারণ মহিলা ভোটাররা রাজনৈতিকভাবে সচেতন। অন্যদিকে বিজেপির দাবি, ভোটার তালিকায় নাম তোলার কাজ পুরুষদের ওপর বেশি নির্ভরশীল হওয়ায় অনেক মহিলার নাম বাদ পড়েছে। বিহারে আগামী ৬ ও ১১ নভেম্বর দুই দফায় বিধানসভা নির্বাচন হবে, আর ভোটগণনা ১৪ নভেম্বর।

Advertisement